নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ফের বাড়ল গরমের ছুটি। ৩ জুন অর্থাৎ সোমবার থেকে স্কুল খোলার কথা থাকলেও এবার তা পিছিয়ে গেল। সোমবার শিক্ষা দফতরের তরফে জানান হয়েছে ১০ জুন অর্থাৎ সোমবার থেকে খুলতে চলেছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক- মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল। তবে ৩ রা জুন থেকে স্কুলে যেতে হবে শিক্ষক-অশিক্ষক কর্মীদের। বর্তমানে ভোটের জন্য সরকারি স্কুল গুলিতে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাছাড়াও বহু স্কুল বুথ হিসেবেও ব্যবহৃত হয়েছে। এরফলে ৯ জুনের আগে স্কুলগুলিতে ক্লাস করার জন্য উপযোগী হবে না । সেই জন্য ১০ জুন থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। তবে শিক্ষা দফতরের তরফে জানান হয়েছে, গরমের ছুটির পর অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলগুলিকে। পড়ুয়াদের যাতে না কোন অসুবিধা হয় সেইদিকে নজর দিতে হবে স্কুলগুলিকে। উল্লেখ্য, রাজ্যের ছুটির তালিকা অনুসারে চলতি বছর ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্য সরকারি স্কুলগুলিতে। তা শেষ হবে ২ জুন। তবে আচমকাই তীব্র দাবদাহের জেরে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য । সেইসময় অনির্দিষ্টকালের জন্য ছুটির ঘোষণা করা হয়েছিল ।