আসিফা লস্কর, গঙ্গাসাগর, আপনজন: রিমালের আতঙ্কে যখন ঘর ছেড়ে পালাচ্ছেন সাগরের বিভিন্ন গ্রাম থেকে সাগরবাসীরা, ঠিক তখনই মন্দিরতলা চক ফুলডুবির সীমাবাদ এলাকায় কান্নায় ভেঙে পড়েছেন নদীতে ঘর তলিয়ে যাওয়া জমিহারা এক গৃহবধূ কল্পনা মিদ্যা। একদিকে নদীর গর্জন অন্যদিকে রিমালের আতঙ্ক। না পাচ্ছে ত্রাণ শিবিরে যেতে না পাচ্ছে স্বামীকে টেনে নিয়ে ঘর থেকে বের করতে সারারাত কিছু খাবার জোটেনি। প্রশাসন তরফ থেকে মাইকিং করেছিলেন কিন্তু অসুস্থ স্বামীকে ছেড়ে যেতে পারেননি। সকলের সামনে কান্নায় ভেঙে পড়লেন কল্পনা দেবী। স্থানীয় প্রধান ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের সামনে আবেগ তাড়িত হয়ে কান্নার সঙ্গে ক্ষোভ ঝরিয়ে দিলেন কল্পনা দেবী। জমি জমা যা ছিল নদীগর্ভে চলে গেছে, আছে শুধু বসত বাড়ি একটু। আর এটুকু গেলে সর্বহারা হয়ে যাবেন তিনি। নদীর ধারে একে একে চক ফুল ডুবি সীমা বাঁধ এলাকায় বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন। বাধ্য হয়ে জীবন নিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। তাদের একটাই দাবি নদী বাঁধ রিপেয়ার হোক। সমুদ্রের এই করাল গ্রাস থেকে তাদেরকে রক্ষা করুক প্রশাসন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct