সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: গ্রাম পঞ্চায়েতের পাঠানো ট্যাঙ্কারের পানীয় জল খেয়ে অসুস্থ প্রায় কুড়ি জন, গুরুতর অসুস্থ ৩। ভোটের দিন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে পাঠানো ট্যাঙ্কার থেকে নেওয়া জল পান করে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ২০ জন গ্রামবাসী। এর মধ্যে ৩ জন গুরুতর অসুস্থ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর দাসপাড়ায়। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় সূত্রে জানা গেছে গ্রীষ্মের কারনে লক্ষ্মীসাগর দাসপাড়া এলাকায় জলের আকাল দেখা দেয়। স্থানীয় মানুষের দাবী মেনে ট্যাঙ্কারে করে জল সরবরাহ শুরু করে স্থানীয় লক্ষ্মীসাগর গ্রাম পঞ্চায়েত। গতকাল সেই জল পান করেই গ্রামের একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। পেটে ব্যথা, পাতলা পায়খানা ও বমির উপসর্গ নিয়ে একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাঁদের সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিন জনের শারিরীক অবস্থার অবনতি হলে তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার দায় শাসকদলের উপর চাপিয়ে বিজেপির দাবী গ্রামে পাইপ লাইন থাকলেও তাতে জল মেলেনা। ভোটের আগে গ্রামবাসীদের মন ভোলাতে জল শোধন না করেই ট্যাঙ্কারে করে জল পাঠানোয় এই সমস্যা হয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct