নকীব উদ্দিন গাজী, সাগর, আপনজন: রবিবার দিন রাত্রি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ল্যান্ডফল হওয়ার পর থেকেই ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় রিমাল বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপে রূপ নিতে থাকে আর তার জেরেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতেই ভোর রাত থেকেই শুরু হয় দফায় দফায় বৃষ্টির ৭০কিলোমিটার কোন কোন জায়গায় ৬০ আবার কোন কোন জায়গায় ৯০ কিলোমিটার গতি বেগে ঝড়ো হাওয়া। আর তার ফলেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভেঙে পড়ল একাধিক বড় বড় গাছ কোথাও বা ঘরের চাল উরলো, আবার কোথাও বা নদীর জল স্তর বাড়ার ফলে এলাকায় ঢুকলো নোনা জল। গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির চত্বরে অস্থায়ী দোকান ভেঙে পড়ে নামখানা বকখালি ফেজারগঞ্জ কাকদ্বীপ ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় ভেঙে পড়ল বড় বড় গাছ, ডায়মন্ড হারবার জেলখানার সামনে ১০০ বছরের পুরনো বটগাছ ভেঙে পড়ে, বিপর্যয়ের মোকাবিলা দল দিনভর অক্লান্ত পরিশ্রমে গাছ কেটে সরিয়ে ফেলে। অন্যদিকে মৌসুনিতে রাত চাপা পড়ে মৃত্যু হল বছর আশির এক বৃদ্ধার। পুলিশ সূত্রে জানা যায় সকাল আটটা নাগাদ রেনুকা মন্ডল মৌসুনির বাগডাঙ্গা এলাকার বাসিন্দা সকালবেলা রান্নাঘরে খেতে বসেছিল তখনই রান্নাঘরের পাশে থাকা কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে সেই রান্না ঘরের চালে ,যার ফলে মৃত্যু হয় তার। অন্যদিকে পরিবারের সাথে দেখা করতে আসেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপী হালদার। মৃত বৃদ্ধের পরিবারের সঙ্গে কথা বলেন পরিবারকে সান্তনা দেয়।তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে সত্যি করে গঙ্গাসাগরের একাধিক জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়ার পাশাপাশি মন্দির তলা ধবলাট, মুড়িগঙ্গা টু বিভিন্ন জায়গায় নদী বাঁধ উপছে জল ঢুকতে থাকে গ্রামের মধ্যে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন তৎক্ষণাৎ এলাকা পরিদর্শনে যান সাগর গ্রাম পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ আব্দুল সামির সহ। নদী উপকূলবর্তী এলাকার মানুষদের প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করে পাশাপাশি তাদের আহারের ব্যবস্থাও করা হয়।অন্যদিকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি দুর্বল নদী বাঁধগুলি পরিদর্শন করেন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন রাজ্য সরকারের উদ্যোগে ১০০ দিনের কাজের মাধ্যমে সুন্দরবন এলাকার একাধিক জায়গায় বাঁধ মেরামতের কাজ হয়েছে কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার ফলে অনেক নদীর বাঁধ কাজ করা যায়নি। সেইসব নদী বাঁধ উচ্ছে নোনা জল ঢুকে পড়ে গ্রামে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলেন সুন্দরবনের বাঁধ নিয়ে কোন কাজ করেনি কেন্দ্র সরকার। মুখে শুধু বড় বড় কথা বলে।নামখানা নাদাভাঙ্গা এলাকায় নতুন করে নদী বাঁধ ভেঙে পড়ে , জোয়ার এলে নোনা জল ঢুকবে চাষের জমিতে আশঙ্কা করছে গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct