আপনজন ডেস্ক: শেষ হল দুই মাসের আইপিএল-লড়াই। একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটি কেকেআরের তৃতীয় শিরোপা। ট্রফি সংখ্যায় চেন্নাই ও মুম্বাইয়ের পর আইপিএলের সফল দল এখন কলকাতাই।চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা-হায়দরাবাদ লড়াই শুধু একটা ট্রফিরই ছিল না, ছিল বেশ ভালো পরিমাণের একটি প্রাইজমানি হাতে তোলার লড়াইও। চ্যাম্পিয়ন কলকাতা, রানার্সআপ হায়দরাবাদের পাশাপাশি প্লে-অফে খেলা রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ভালো পরিমাণের অর্থই পেয়েছে।ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বলছে, এ বছর আইপিএলে অংশ নেওয়া ১০ দলের জন্য মোট অংশগ্রহণ ফি বরাদ্দ ছিল সাড়ে ৪৬ কোটি টাকা। এই অর্থ দলগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে। ফাইনালে হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স পেয়েছে ২০ কোটি টাকা।২০১৬ সালের পর আরেকটি ট্রফির অপেক্ষায় থাকা হায়দরাবাদ এবার রানার্সআপ হিসেবে পেয়েছে সাড়ে ১২ কোটি টাকা। এ ছাড়া প্লে-অফে খেলা রাজস্থান রয়্যালস ৭ কোটি (তৃতীয় হওয়ায়) এবং বেঙ্গালুরু সাড়ে ছয় কোটি টাকা পেয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct