আপনজন ডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতির প্রদর্শনে, কাঙ্গায়ামের পাদিউরের মুসলিম সম্প্রদায়ের সদস্যরা এক টুকরো জমি দান করেছেন এবং স্থানীয় হিন্দু মন্দির নির্মাণে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। মুসলমানরা তাদের হিন্দু প্রতিবেশীদের ৩শতক জমি দান করেছেন, যার মূল্য ৬ লক্ষ টাকা, এবং মন্দিরের অভিষেক অনুষ্ঠানের জন্য উপহার নিয়ে এসেছেন, যা রবিবার অনুষ্ঠিত হয়েছিল। রোজ গার্ডেনে অবস্থিত নবনির্মিত গণেশ মন্দিরটি এখন উভয় সম্প্রদায়ের মধ্যে ঐক্যের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। স্থানীয় মুসলিম জামাতের উল্লেখযোগ্য অনুদানে প্রকল্পটি সম্ভব হয়েছিল। রোজ গার্ডেন, প্রধানত মুসলিম অধ্যুষিত এলাকা, কয়েকটি হিন্দু পরিবারকে স্বাগত জানায় যারা কয়েক বছর আগে সেখানে তাদের বাড়ি তৈরি করেছিল। মহম্মদ রাজা নামে এক বাসিন্দা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রায় ১০ জন হিন্দু বাসিন্দা মন্দিরের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন এবং লেআউটে জমি চেয়েছেন, যার বেশিরভাগই মুসলিমদের মালিকানাধীন।তিন মাস আগে, ‘রোজ গার্ডেন মুসলিম জামাত’ এই অনুরোধ গ্রহণ করে এবং তাদের হিন্দু প্রতিবেশীদের জন্য ছয় লক্ষ টাকা মূল্যের তিন শতক জমি দান করে।আরেক বাসিন্দা কানাগরাজ এলাকায় হিন্দু ও মুসলমানদের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেন। তিনি উল্লেখ করে লেআউটটি প্রাথমিকভাবে দু’জন মুসলমান প্রচার করেছিলেন যারা ২০ বছর আগে মুসলিম বাসিন্দাদের জন্য জমি বরাদ্দ করেছিলেন। সম্প্রতি, হিন্দু বাসিন্দারা মন্দিরের জন্য জমির অনুরোধ জানালে সম্প্রদায়টি এক টুকরো জমি অফার করে। স্থানীয়দের এবং পঞ্চায়েত সভাপতির অনুদানের মাধ্যমে সংগৃহীত ১০ লক্ষ টাকা দিয়ে মন্দির নির্মাণের জন্য অর্থায়ন করা হয়েছিল। কুম্ভভিষেকম অনুষ্ঠানে মুসলিম বন্ধুরা অন্নদানের জন্য ৩০ হাজার টাকা দান করেন এবং উপহার হিসেবে ‘সিয়ার ভারিসাই’ নিয়ে আসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct