মোহাম্মাদ সানাউল্লা, রামপুরহাট, আপনজন: দক্ষিণ পূর্ব এশিয়ার কম্বোডিয়ায় কাজ করতে গিয়ে মৃত্যু হলো বীরভূমের এক যুবকের। বছর পঁয়ত্রিশের মৃত ওই যুবকের নাম আব্দুল হামিম। বাড়ি বীরভূমের মাড়গ্রামে।পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল হামিম গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ কম্বোডিয়ার উদ্যেশ্যে রওয়ানা দেন। সেখানে একটি বেসরকারী সংস্থায় ডাটা এন্ট্রি পদে কর্মরত ছিলেন। চলতি মে মাসের ২১ তারিখ তার সঙ্গে পরিবারের লোকজনদের মোবাইলে শেষ কথা হয় আব্দুল হামিমের। গত ২৫ তারিখ থানার মাধ্যমে তার বাড়িতে খবর দেওয়া হয় কম্বোডিয়ায় ওই যুবকের হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেতেই শোকস্তব্ধ হয়ে পড়েন তার পরিবার ও আত্মীয় স্বজনেরা। এদিকে মৃত ছেলের শবদেহ ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন তার পরিবারের লোকজন। কারণ কম্বোডিয়া থেকে
মৃতদেহ বাড়িতে ফিরতে ছ’লক্ষ টাকা খরচ হবে বলে পরিবারকে জানানো হয়েছে। মৃত আব্দুল হামিমের স্ত্রীর অভিযোগ গত ২২ তারিখে মারা গেছে বলে স্থানীয় মাড়গ্রাম থানায় মেল মারফৎ খবর আসে। কিন্তু কিভাবে মারা গেছে, কোন হাসপাতলে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুর সার্টিফিকেটও দেওয়া হয়নি। আদও কি সে মারা গেছে নাকি জীবিত আছে। বুঝে উঠতে পারছে না তার পরিবার।অথচ গত সোমবার তার স্ত্রীর সঙ্গে স্বাভাবিক কথা হয়।২২ তারিখে মারা গেলো অথচ এতদিন পর কেন খবর দেওয়া হলো। এমন ঘটনায় তার স্বামী জীবিত হোক বা মৃত হোক। সে যে অবস্থায় থাকুক না কেন। সরকারি সহযোগিতায় তাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য তার পরিবারের পক্ষ থেকে আবেদন জানিয়েছেন। কারণ যে সংস্থার মাধমে তিনি কম্বোডিয়ায় গেছিলেন তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবারের দাবি। এখন আব্দুল হামিম আদও কি জীবিত অবস্থায় ফিরবে নাকি তার মরা লাশ বাড়িতে আসবে সেই দুশ্চিন্তায় দিন গুনছেন তার পরিবারের লোকজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct