সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: বাম কংগ্রেস জোট করার অপরাধে রাতের অন্ধকারে পটলের গাছ কেটে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।
এমনি চাঞ্চল্য কর খবর উঠে আসছে মুর্শিদাবাদের ডোমকল থানার রায়পুর অঞ্চলের মুক্তার পুর এলাকায়।ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জোট কর্মী তথা জমির মালিক জামসেদ আলীর দাবি সকালে যখন পটলের জমিতে আসি তখন দেখি যে গাছের গোড়া কাটা রয়েছে প্রায় দশকাঠা জমির।
জামসেদ আরো বলেন লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট প্রার্থীর হয়ে ভোট করার অপরাধে এমন ক্ষতি করেছে তৃণমূল।ঘটনায় সঠিক বিচারের দাবি জানিয়ে ডোম কল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে সূত্রে খবর।যদিও রায়পুর অঞ্চলের প্রধানের প্রতিনিধি রেন্টু মন্ডল বলেন এসব মিথ্যা অভিযোগ আমাদের দলের কোনো কর্মী এমন নোংরা কাজ করতে পারে না আর করবেও না তারা নিজেরা নিজেরা গাছ কেটে আমাদের দলের নামে বদনাম দিচ্ছে ,পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে সঠিক তদন্ত করে আসল দোষীদের শাস্তি দেবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct