বাবলু প্রামানিক, সোনারপুর, আপনজন: রাজ্যে যখন ভারী বর্ষণ সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল জনসভা বাতিল ঘোষণা। সেই সন্ধিক্ষণে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টি ঝড় উপেক্ষা করে নির্বাচনী প্রচারে এলেন সোনারপুরে । তার গলায় শোনা গেল যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে এদিন বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৮৪ সালে এই কেন্দ্রেই প্রথম সাংসদ নির্বাচনে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে মমতা বলেন, ‘যাদবপুর আমার প্রাণের কেন্দ্র। এখন থেকেই আমার রাজনীতির জন্মলগ্ন শুরু হয়েছিল। এই যাদবপুর আমায় কোনওদিন ফেরায়নি। আমি চাই, আপনাকে আমরা ফেরাবেন না। আপনারা আমায় লড়তে দিন।’
প্রসঙ্গত, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে শেষ তিনবার জিতে এসেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। যদিও, শেষ তিনবারের লোকসভা নির্বাচনে প্রতিবারেই কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। ডঃ সুগত বসু, কবীর সুমন থেকে মিমি চক্রবর্তী হয়ে এই কেন্দ্রে এবার প্রার্থী করা হয়েছে দলের যুবনেত্রী সায়নী ঘোষকে। এবারেও এই কেন্দ্র ভালো মার্জিনে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস।রবিবার সোনারপুর দক্ষিণের সোনারপুর স্পোর্টিং ইউনিয়নের খেলার মাঠের একটি জনসভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের হয়ে প্রচারে ছিলেন তিনি। সেখানেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন। ষষ্ঠ দফার পর মোদি ‘হারাতঙ্ক’ রোগে ভুগছেন বলে কটাক্ষ তাঁর। সোনারপুর রাজপুর কাউন্সিলরদের নিয়ে তিনি বলেন নিজেদের শুধরে নিন সোনারপুরে বেশ কিছু কাউন্সিলর নামে অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদেরকে শুধরে নিন বলে নির্বাচনের সভা থেকে হুঁশিয়ার দিলেন তৃণমূলের সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া ওই সভাতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, সোনারপুর উত্তর ও দক্ষিণের বিধায়িকা ফিরদৌসী বেগম ও লাভলী মৈত্র, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার। তাছাড়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct