আপনজন ডেস্ক: পাঞ্জাব ও হরিয়ানায় লোকসভা নির্বাচনের ষষ্ঠ ও সপ্তম দফার ভোটগ্রহণের এক সপ্তাহের মধ্যে ভারতে শিখ ভোটারদের সিংহভাগ ভোট হতে চলেছে, বিজেপি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন নির্বাচনী প্রচারণা বিজ্ঞাপন প্রচার করেছে যাতে দেখানো হয়েছে যে কংগ্রেস শিখদের চেয়ে মুসলমানদের বেশি পছন্দ করবে। বিজ্ঞাপনটি স্পষ্ট ধারণা দিয়েছে, বিজেপির প্রচ্ছন্ন লক্ষ্য হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে শিখদের দাঁড় করানো। তবে বিজ্ঞাপনটি অনলাইনে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় তুলেছে।
শুক্রবার প্রকাশিত এই বিজ্ঞাপনটি একই ধরনের অনেক ডিজিটাল বিজ্ঞাপন এবং অ্যানিমেটেড ভিডিওগুলির মধ্যে সর্বশেষতম, যা হিন্দু এবং অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয় সৃষ্টি করেছে। এসব বিজ্ঞাপনে মুসলিমবিরোধী বক্তব্য ও ভুয়া দাবি প্রচারের চেষ্টা করা হয়েছে।
ভিডিওটি শুরু হয় একটি বাড়ির সামনে ‘শেখ ইরফান’ লেখা একটি নেমপ্লেট দিয়ে। এরপর এক কংগ্রেস কর্মীকে ফোন ক্যামেরায় এক শিখ ব্যক্তির বাড়ি ও তার সম্পত্তির ভিডিও করতে দেখা যায়। শিখ লোকটি এবং সে এই বিষয়ে তর্ক করে এবং শিখ লোকটি তাকে প্রশ্ন করে।
জবাবে ওই ভিডিও ব্যবহারকারী বলেন, রাহুল গান্ধি বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে তিনি শিখদের সম্পত্তি তাঁর সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দেবেন। তারপরে, শিখ প্রতিক্রিয়া জানায় যে একবার দেশ বিভক্ত হওয়ার ক্ষত দূর হয়নি। এরপরই অন্য ব্যক্তি বলেন, ন্যায়বিচারের স্বার্থে রাহুল এই বিভাজন করছেন। সেক্ষেত্রে ‘ইরফান মিয়া’র (বিজ্ঞাপনে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী) সম্পত্তিও ভাগ করে দেওয়ার পরামর্শ দেন ওই শিখ। এর উত্তরে মুসলিমদের প্রতি কংগ্রেস পক্ষপাতিত্ব করবে বলে দাবি করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct