এম মেহেদী সানি, বসিরহাট, আপনজন: “যারা সন্দেশখালিতে মা-বোনেদের সম্ভ্রম লুণ্ঠিত করে দেশের সামনে বাংলার মাথা হেঁট করে দিয়েছে, সেই বিজেপিকে গণতান্ত্রিকভাবে এমন জবাব দিতে হবে, যাতে আগামী কয়েক দশক তারা বসিরহাটের পবিত্র মাটিতে পা দিতে দ্বিধাবোধ করে ।” দুর্যোগ উপেক্ষা করে বসিরহাটের বাদুড়িয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম এর সমর্থনে জনসভায় বক্তব্য রাখার সময় এমনই মন্তব্য করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বাদুড়িয়ার জনসভা থেকে সন্দেশখালি প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে কড়া সমালোচনা করেন তৃণমূলের এই সেনাপতি । তিনি বলেন, ‘‘৪ জুন নয়, এখানে মে মাসের ৪ তারিখই ফল বেরিয়ে গিয়েছে । যখন সন্দেশখালির ভিডিয়ো জনসমক্ষে এসেছে, তখনই ফলাফল নিশ্চিত হয়ে গিয়েছে । সেই ভিডিয়োতে বিজেপির মণ্ডল সভাপতি স্বীকার করেছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণ, ঝামেলা হয়নি । তৃণমূল নেতাদের বিপদে ফেলতেই বিজেপি নেতৃত্ব মহিলাদের দু’হাজার টাকা দিয়ে ভুয়ো অভিযোগ থানায় জমা করিয়েছেন ।’’ অন্যদিকে আবহাওয়া দপ্তরের নির্দেশিকা অনুযায়ী আসন্ন রিমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কেউ যাতে সমস্যায় না পড়েন, তা দেখার দায়িত্ব দলীয় নেতা-কর্মীদের নিতে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দুর্যোগের আশঙ্কা করেই তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে মানুষের পাশে থাকার বার্তা দিয়ে রবিবারের সভা থেকে অভিষেক বলেন, ‘‘বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি-সহ যেখানে যেখানে ঝড়ের প্রভাব পড়বে, সেখানে সেখানে আমরা ব্যবস্থা করে ফেলেছি। এক একটা মানুষের জীবন আমাদের কাছে মণিমুক্তের মতো। রাজনীতি অন্য সময় হবে। যদি আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোনও রাজনৈতিক কর্মসূচি থাকে, তা করার দরকার নেই। মানুষের পাশে আমাদের থাকতে হবে।’’ অভিষেক আরও বলেন, ‘‘একটা মানুষেরও যেন অসুবিধা না হয়, কেউ যেন অভুক্ত না থাকে, কোনও বাচ্চার যাতে সমস্যা না হয়, তা আমাদের সুনিশ্চিত করতে হবে। আমি তৃণমূলের সকল স্তরের কর্মী সমর্থকদের অনুরোধ করব ।’’ জানা গিয়েছে রবিবার অভিষেকের তিনটি কর্মসূচি ছিল । জয়নগর লোকসভা কেন্দ্রের গোসাবা বিধানসভায় তাঁর প্রথম জনসভাটি হওয়ার কথা ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টারে সেখানে যাওয়া সম্ভব নয় । তাই সকালেই গোসাবার সভাটি বাতিল করে দিয়েছিলেন অভিষেক । বিকেলে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে একটি রোড-শো করার কথাও ছিল তাঁর। আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে রোড-শো বাতিলের কথা জানায় অভিষেকের দফতর। তবে বাদুড়িয়াতে আসেন তিনি। সভাও করেন । সভামঞ্চে হাজী নুরুলের হাত ধরে অভিষেক বার্তা দেন, ‘১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত করুন হাজী নুরুলকে ৷’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct