নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: তীব্র ঘূর্ণিঝড় রিমাল-এর সাইক্লোন সেন্টারের আবর্তের বর্তমান গতি ১০০ থেকে ১১০ কিমি। সর্বোচ্চ ১২০ কিমি। উত্তর অভিমুখে গত ৬ ঘন্টায় ১৩ কিলোমিটার গতিবেগ নিয়ে এগিয়েছে উত্তর বঙ্গোপসাগর উপকূলের দিকে। উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান। বাংলাদেশের মোংলা থেকে সরাসরি ২২০ কিলোমিটার দক্ষিনে অবস্থান তীব্র ঘূর্ণিঝড়ের। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে। সাগরদ্বীপ থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়।
বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত করেছে।
ঘূর্ণিঝড়টি প্রায় উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়ে প্রতিবেশী দেশের মোংলার দক্ষিণ-পশ্চিমে সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। রবিবার মধ্যরাত নাগাদ একটি তীব্র ঘূর্ণিঝড় এবং বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত থাকে।
আইএমডি-র পূর্বাঞ্চলীয় আঞ্চলিক প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, রবিবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে, যার প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। সোমনাথ দত্ত সাংবাদিকদের বলেন, “এটি ধীরে ধীরে বাতাসের গতিবেগ বাড়িয়ে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে ৯০ কিলোমিটার বেগে পৌঁছাবে।
তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ–পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির বিস্তৃতি প্রায় ৪০০ কিলোমিটার। এর অগ্রভাগ সন্ধ্যা ছয়টার দিকেই খুলনা উপকূলের কাছে সুন্দরবনের দিকে প্রবেশ করে। এর প্রভাবে উপকূলে ব্যাপক বৃষ্টি হয়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় অতি ভারী বৃষ্টি। আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দমকা বাতাস সঙ্গে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ঝড় বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম জেলাতেও।
সোমবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে কলকাতাতে। ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদাতে সোমবার বেশি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মঙ্গলবার বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি।
সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম রূপেই উত্তরমুখী এগোচ্ছে। এই মুহূর্তে সমুদ্রে তার নিজস্ব গতিবেগ ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়। বাংলাদেশের মংলা তে ল্যান্ডফল ঘূর্ণিঝড় রিমালের। ভারতের মৌসম ভবন জানিয়ে দিল বাংলাদেশের মোংলার কাছাকাছি রবিবার মাঝরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। মংলা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে এর ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা। সেই সময় তার গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ সর্বোচ্চ ১৩৫কিলোমিটার প্রতি ঘন্টায়। তীব্র ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। আরো নির্দিষ্ট করে বাংলাদেশের মোংলা এলাকায় এর স্থলভাগে প্রবেশের পথ। মোংলা উপকূলের দক্ষিণ দিক দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে। রবিবার বিকেল পাঁচটার পর থেকে মূলত রিমালের এর প্রভাব সরাসরি পড়তে শুরু হয় বাংলায়।
রিমাল: হেল্পলাইন নম্বর
কলকাতা- ৯৪৩২৬১০৪২৮, ৯৪৩২৬ ১০৪২৯
দক্ষিণ ২৪ পরগনা- ১৮০০৫৩২৫৩২৮
হাওড়া - ৬২৯২২৩২৮৭০
উত্তর ২৪ পরগনা ৯০৭৩৯৪০০৫৮, ৯০৭৩৯৩৬৩২৩, ৯০৭৩৯৪০০৩৯
হুগলি - ৮১০০ ১০৬ ০৪১
পূর্ব মেদিনীপুর - ৯০৭৩৯ ৩৯৮০৪
নদিয়া - ০৩৪৭২-২৫২১০৬, ৭৫৪৮৯৭৫৩০৩
মালদা - ০৩৫১২ ২৫২০৫৮, ০৩৫১২ ২৫৩ ০৫৬
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct