এম মেহেদী সানি ও মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: দেশের বর্তমান পরিস্থিতি এবং বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে দেশ বাঁচাতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানালেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। শনিবার বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা: কাকলি ঘোষ দস্তিদার এর সমর্থনে দেগঙ্গার শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখার সময় ফিরহাদ হাকিম বিজেপিকে নিশানা করে বলেন, 'ভারতবর্ষের মাটিতে জন্মেছি, এই দেশেরই জল হাওয়ায় বড় হয়েছি, আল্লাহ চাইলে এই মাটিতেই কবর হবে, কারোর অপমান সহ্য করব না ৷' দেশের একাধিক সহিংসতার ঘটনা এবং সংখ্যালঘুদের সংকটের কথা তুলে ধরে দেশের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখতে বিজেপিকে পরাস্ত করার ডাক দেন ৷ রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই-এর অতি সক্রিয়তার অভিযোগ তুলে নিজেকে নির্দোষ দাবি করে ফিরহাদ বলেন 'আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনা ৷' সন্দেশখালি প্রসঙ্গে বিজেপির চক্রান্ত তুলে ধরে প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলেও কটাক্ষ করেন এবং ২০২৪ সালে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক কেন্দ্রীয় সরকার গঠনের ডাক দেন ৷ বাংলা তৎকালীন মনীষীদের কথা তুলে ধরে তাদের অবদান উল্লেখ করে বাংলা বিরোধীদের পরম্পরা হিসাবে বিজেপিকে নিশানা করেন ফিরহাদ ৷ তিনি বলেন, বাংলার শান্তিপ্রিয় মানুষ কখনই ওদের পাঁতা ফাঁদে পা দেবে না। বিজেপি যেভাবে বাংলার মানুষ কেহ বঞ্চিত করে রেখে তা ধরে ফেলেছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। বিজেপি যতই লাফালাফি করুক অশ্বডিম্ব ছাড়া আর কিছু পাবে না ।' মোদির বক্তব্য উল্লেখ করে ফিরহাদ হাকিম বলেন, 'বিজেপির বক্তব্য ইজ বার ৪০০ পার' কিন্তু ৪০০ তো দূরের কথা এবার আর সরকার গড়বে না বিজেপি ৷ মোদি যাচ্ছে, তিনি আগামী দিনের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷' গুজরাট দাঙ্গার ঘটনা তুলে ধরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন ফিরহাদ হাকিম ৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুসলিম বিদ্বেষী মনোভাব প্রসঙ্গে একরাশ ক্ষোভ প্রকাশ করে ফিরহাদ বলেন, 'দেশের জন্য প্রাণ দিতে হলেও আমরা প্রাণ দিতে প্রস্তুত, তবুও তোরা অপমান করিস আমাদের ৷' সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে জাত-পাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে একাধিক সম্প্রীতির উদাহরণ তুলে ধরেন ফিরহাদ হাকিম পাশাপাশি বারাসাতের তৃণমূল প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান ৷ প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস এবং তীব্র গরম উপেক্ষা করেও এবদিনের জনসভায় তৃণমূলের নেতা কর্মীর সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ৷ এদিনের সভায় উপস্থিত ছিলেন দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, মফিদুল হক সাহাজি, ইসা হক সরদার, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা দাস মন্ডল, জেলা পরিষদের সদস্য ঊষা দাস সহ আরও অনেকে।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গঙ্গা ব্লক ১ তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বিদেশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct