আপনজন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসের জন্য উপহার নয়, বরং তার বিপরীত কিছু। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করা মানে হামাসকে শক্তিশালী করা নয় বরং এর পুরোপুরি বিপরীত। আমাদের লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি সমাজের সেই অংশটিকে শক্তিশালী করা, যাদের আমরা স্বীকৃতি দিই এবং যাদের সঙ্গে আমরা কাজ করি। শুক্রবার স্পেনে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যখনই কেউ ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে তাকে ইহুদিবিদ্বেষী হিসেবে আখ্যায়িত করা হয়। আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন বুধবার (২২ মে) বলেছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ২৮ মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তারা। এছাড়া এক দশক আগে থেমে যাওয়া শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করবে এই দেশগুলো।নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্তোর বলেন, যদি (ফিলিস্তিন রাষ্ট্রকে) স্বীকৃতি না দেওয়া হয়, তবে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct