মোল্লা মুয়াজ ইসলাম, চুরুলিয়া, আপনজন: বিশ্ব বরেণ্য কবি সংগীতকার লেখক স্বাধীনতা সংগ্রামী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম জয়ন্তী মহাসামরহে পালিত হলো কবির জন্মস্থান চুরুলিয়ায় । কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পাঁচ দিন ধরে নজরুল জন্ম জয়ন্তী পালন বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানসহ একাধিক কর্মকান্ডের আয়োজন করা হয়েছে। সকাল সাতটায় দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর তরফ থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবির সামনে কেক কাটা হয় । সেখানে উপস্থিত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দেবাশীষ বন্দ্যোপাধ্যায় ,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাইপো কাজী রেজাউল করিম ,নাতনি সোনালি কাজী সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। সাড়ে সাতটায় বর্ণাঢ্য শোভাযাত্রায় বহু গ্রামের মানুষ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রভাত ফেরির মাধ্যমে গ্রাম পদক্ষিণ করেন । এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। চুরুলিয়া মোড়ে কবির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার চন্দন কোনার, ভাইস চ্যান্সেলর দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, কাজী রেজাউল করিম, সোনালী কাজী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। সমগ্র গ্রাম প্রদক্ষিণ করে বিদ্রোহী কবির ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলের কবর থেকে মাটি নিয়ে আসা চুরুলিয়া তে শ্যাডো কবরে ফুল চড়ানো হয় সেখানেও বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তি সহ কবি পরিবারের লোকজন উপস্থিত হয়েছিলেন। এইখানে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন ও ইচ্ছে ডানা সংস্থার তরফ থেকে ১৮০ জনকে ছাতা দান করা হয় । পাঁচ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে মেলার আয়োজন করা হয়েছে বহু স্টল বসানো হয়েছে এবং বহু বড় বড় শিল্পী এখানে অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গজল শিল্পী অনুপ জালোটা, বাংলার বিখ্যাত শিল্পী মনময় দত্ত সহ বহু দেশ-বিদেশের শিল্পীরা এই নজরুল মেলায় অংশগ্রহণ করবেন। সকাল ১০ টা থেকে কবি কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিমের উদ্যোগে ভারত বাংলাদেশের বহু কবিদের নিয়ে কবি সম্মেলন-এর আয়োজন করা হয় । ৭৫ জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করে দর্শকদেরকে মুগ্ধ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম জয়ন্তী কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তরফ থেকে আয়োজন করা হলেও এখনো চুরুলিয়া এবং নজরুল একাডেমী যেভাবে অবহেলার শিকার হয়ে রয়েছে তা চুরুলিয়ার গ্রামবাসী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা ক্ষোভ প্রকাশ করেন ।অবিলম্বে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন আগত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরা ।নজরুল একাডেমির বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় নজরুলকে নিয়ে যে গবেষণা করার ও কাজ করার কথা ছিল সে কাজ সেভাবে দেখা যাচ্ছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct