নিজস্ব প্রতিবেদক, ঘাটাল, আপনজন: সকাল থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে দফায় দফায় ধুন্ধুমার। যেখানে গিয়েছেন, কার্যত সেখানেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তিনি। কোথাও আগুন জ্বেলে, কোথাও বাঁশ-লাঠি নিয়ে তুমুল বিক্ষোভ। হিরণকে লক্ষ্য করে ওঠে গো ব্যাক স্লোগান। ভোটের দিন ঘাটালের কেশপুরে গিয়ে বার বার গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দফায় দফায় বিক্ষোভে কেশপুর বিধানসভা এলাকাতেই দীর্ঘ ক্ষণ আটকে রইলেন । কখনও পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন, কখনও গাড়িতে বসে ঘর্মাক্ত মুখে তৃণমূল প্রার্থী দেব এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি প্রার্থী। কেশপুরের আনন্দপুর, মুগবসান, জগন্নাথপুর সহ একাধিক জায়গায় হিরণকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যেখানে-সেখানে ইটবৃষ্টির মুখোমুখি হতে হয় হিরণকে। এদিন দুপুরে কেশপুরের মুগবসান বাজারে হিরণকে দেখেই তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে। লাঠি নিয়ে খেলতে দেখা গিয়েছে কাউকে কাউকে। কোথাও উঠল ‘গো ব্যাক! গো ব্যাক হিরণ’ স্লোগান। এক সময়ে গাড়িতে বসে হিরণ অভিযোগের সুরে বললেন, ‘‘কেশপুরকে পাকিস্তান করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ আক্রমণ করলেন দেবকেও। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct