আপনজন ডেস্ক: কেনিয়ার উত্তরাঞ্চলে একটি সোনার খনিতে ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। চলতি বছরের মার্চ মাসে খনিটিতে প্রবেশ নিষিদ্ধ করে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। আঞ্চলিক কমিশনার পল রোটিচ শুক্রবার রাতে রয়টার্সকে ফোনে জানান, হিলো খনি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও তিনজনকে খোঁজা হচ্ছে। রোটিচ আরও বলেন, উদ্ধারকারী পুলিশ ও আমাদের প্রধানদের থেকে পাওয়া তথ্যমতে, যখন খনি ধসে পড়ে তখন আটজন শ্রমিক চাপা পড়েন।কেনিয়ার সংবাদমাধ্যম এনটিভি শনিবার সকালে জানিয়েছে, আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মারসাবিট কাউন্টি কমিশনার ডেভিড সারুনি বলেন, বৃষ্টির কারণে জায়গাটি ডুবে গেছে। গত কয়েক সপ্তাহের প্রবল বর্ষণে সারাদেশে বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষ নিহত হয়েছেন।সিটিজেন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় প্রবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন লোক নিহত হন। তাই গত মার্চ মাসে ইথিওপিয়ান সীমান্তের কাছে কর্তৃপক্ষ খনিটি বন্ধ করে দেয়।এরপরও খনিতে কাজ অব্যাহত ছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct