নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: ঘূর্ণি ঝড় রিমালের কারণে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। নদিয়া জেলার শান্তিপুরের সমস্ত ফেরিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তাই শান্তিপুরের গুপ্তিপাড়া ফেরিঘাট এবং নৃসিংহপুর ফেরিঘাটও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩দিন। যদিও গুপ্তিপাড়া ফেরিঘাট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু নৃসিংহপুর ফেরিঘাট চালু রাখা হয়েছে। তবে প্রশাসনের তরফে চলছে মাইকিং, এবং সকলকে সচেতন থাকতে বলা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ এলে ততক্ষণাৎ ফেরিঘাট বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে। এই বিষয়ে যাত্রীরা জানাচ্ছেন, ঘাট বন্ধ হলে অনেক অসুবিধে হবে, তবে গুপ্তিপাড়া ঘাট বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই ঘুরতে হচ্ছে তাই নৃসিংহপুর ঘাটে বাড়ছে যাত্রী পরিষেবার চাপ। যদিও এই বিষয়ে হরিপুর গ্রাম পিঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো জানান, ইতিমধ্যে সরকারের তরফে পঞ্চায়েতে চিঠি এসেছে লঞ্চ পরিষেবা বন্ধ রাখার জন্য। এই মোতাবেক পঞ্চায়েত সমস্ত কাজ শুরু করেছে । যাতে কোন রকম ভাবে মানুষের অসুবিধা না হয়। তবে পঞ্চায়েতের তরফে প্রচার ও চালানো হবে এই ঘাট বন্ধের ব্যাপারে এবং সকলকে সচেতন থাকতে বলা হয়েছে। যে কোন অসুবিধে হলে পঞ্চায়েত সমস্ত সাধারণ মানুষের পাশে রয়েছে এবং দুর্যোগ মোকাবেলায় বিশেষ ক্যাম্প করা হচ্ছে নৃসিংহপুর ফেরিঘাটে। এদিকে গত বেশ কয়েকবারের ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতাকে সাক্ষী রেখে এবারের ঘূর্ণিঝড়ের জন্য তৎপর প্রসাশন । রবিবার ঘূর্ণিঝড় রিমাল আছড়ে পড়বে উপকূলবর্তী অঞ্চলে। তার জন্য বজ বজ দু’নম্বর ব্লক নোদাখালি অঞ্চলে প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে মাইকিং। সমস্ত মৎস্যজীবীদের নৌকা নোঙ্গর করে দিতে বলা হচ্ছে। পাশাপাশি যাদের কাঁচা বাড়ি তাদের শনিবার রাতের মধ্যে শিফট করা হচ্ছে প্রশাসনের সেলটারে। নোদাখালী থানা বজবজ প্রশাসন এবং বজবজ ২ নম্বর ব্লকের সভাপতি সুব্রত ব্যানার্জীর বক্ত্যব্য শনিবার সকাল থেকেই প্রশাসন তৎপর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct