সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: “আমি মৃত নয় আমি সাক্ষাৎ দাঁড়িয়ে আছি” ভোটার কার্ড হাতে থাকা সত্বেও ভোটের লিস্টে তার নাম ডিলিট হওয়ায় ভোট দিতে পারলেন না বিষ্ণুপুরের এক যুবক। একরাশ হতাশা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে তাকে।গণতন্ত্রের বড় উৎসবে অংশগ্রহণ করেও ভোট দিতে পারলেন না বিষ্ণুপুরের চার নম্বর ওয়ার্ডে শাঁখারী বাজারের বাসিন্দা জয় নন্দী। তার কাছে রয়েছে ভোটার কার্ড, রয়েছে আধার কার্ড তার সত্ত্বেও ভোটার লিস্টে তার নাম ডিলিট। আতঙ্কিত হওয়ার পাশাপাশি একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরতে হলো তাকে। জয় বাবু জানান বহু বছর ধরে তিনি বিষ্ণুপুর শাখারী বাজার ৯৭ বুথে ভোট দিয়ে এসেছেন। একইভাবে আজ ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে বুথে ভোট দিতে এসেছিলেন তিনি। ভোটকেন্দ্রে ঢোকার পরেই প্রিজাইডিং অফিসারের কথা শুনে তার চক্ষু চড়ক গাছ। প্রিসাইডিং অফিসার তাকে জানাচ্ছেন ভোটের লিস্টে তার নাম রয়েছে, কিন্তু সেই নাম ডিলিট করা স্বাভাবিকভাবে তার ভোট নিতে পারবেন না প্রিজাইডিং অফিসার। এরপরেই সে চিন্তিত হয়ে পড়ে। জয় নন্দী জানাচ্ছেন তিনি মৃত ব্যক্তি নয় তিনি সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন তাও তার নাম কিভাবে ডিলিট হল। তিনি ভোট দিতে চাইছেন প্রশাসন সেই ব্যবস্থা করে দেয় তার দাবি জানাচ্ছেন জয় বাবু।অন্যদিকে শাঁখারী বাজার ৯৭ বুথের প্রিজাইডিং অফিসার জানাচ্ছেন যে লিস্ট তাদের দেওয়া হয়েছে সেই লিস্টে ওই ব্যক্তির নাম ডিলিটেড লেখা আছে ডিলিটেড পার্সেন্ট কে আমরা ভোটকেন্দ্রে ভোট দেওয়াতে পারবো না এটা আমাদের অধিকারের বাইরে। তবে কি কারণে ডিলিট হয় তা তার জানা নেই যে নির্দিষ্ট দপ্তরে এই ভোটার লিস্ট হয় তারা জানে এমনটাই দাবি অফিসারের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct