অভাগী মা
আলমগীর
তোর কাছে আজ হলাম আমি
নিত্য দিনের বোঝা ।
ব্যাটারে তুই রাখলি না ঘরে
দিলি আমায় ঝাঁটা ।
জুটলো রে তোর ছেলেপুলের
অন্ন পেট ভরে।
এই অভাগীকে তাড়িয়ে দিলি
বৃদ্ধাশ্রমের ঘরে ।
পঁচিশ টি বছর হয়ে গেল
মরেছে তোর বাবা।
খাটতে খাটতে জীবন গেছে
পাইনি সুখের দেখা ।
তোর জন্য স্বপ্ন বুনে
ছিলাম আমি ঘরে।
তোর মুখেতে তাকিয়ে আমি
যায়নি কারো সাথে ।
তুই তো আমার স্বপ্ন ছিলি
ছিলি মনের আশা!
কেন আমায় ফেলে গেলি
দিলি না আর তো দেখা ?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct