আপনজন ডেস্ক: আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মানার বাধ্যতাবাধকতা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে গাজা যুদ্ধ ইস্যুতে আইসিজের রায় সকল পক্ষ অবশ্যই মেনে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।শুক্রবার জাতিসংঘের শীর্ষ আদালত গাজার রাফায় ইসরায়েলি অভিযান বন্ধে নির্দেশ দেওয়ার পর গুতেরেস এসব কথা বলেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।তিনি জোর দিয়ে বলেন, আদালতের রায় মানা বাধ্যতামূলক এবং তিনি বিশ্বাস করেন সকল পক্ষই আদালতের এ রায় মেনে চলবে।শুক্রবারের রায়ে আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, রাফায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যেকোনো হামলা বন্ধ করতে হবে। যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।রাফায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটি দাবি করে, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ কারণে সেখানে হামলা বন্ধ করতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় এবং কয়েকশ মানুষকে হত্যা ও জিম্মি করে। এ হামলার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। নিহতদের এক-তৃতীয়াংশের বেশি শিশু। অনেক অন্তঃসত্ত্বা নারীর প্রাণও গেছে। বেসামরিক এসব ফিলিস্তিনির মৃত্যুর বিচার চেয়ে গত নভেম্বরে আইসিজেতে মামলাটি করে দক্ষিণ আফ্রিকা। সেই মামলায় গতকাল অন্তর্বর্তী আদেশ দিলেন আইসিজে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct