রফিকুল হাসান, হাড়োয়া, আপনজন: উত্তর চব্বিশ পরগনা জেলার শাসনের রাজারহাট রোডের উপর বড়পোলের সন্নিকটে হচ্ছে নিউরো সায়েন্স হসপিটাল। সম্প্রতি ৯০০ বেডের এই হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই নিউরো হসপিটাল এর কথা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। শনিবার হাড়োয়া সার্কাস ময়দানে বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম এর সমর্থনে সভা করতে এসেছিলেন। এই সভা মঞ্চ থেকে তিনি এই নিউরো হাসপাতালের কথা বলেন। এদিনের এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন এই নিউরো হাসপাতালের দায়িত্বশীল, শাসনের দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আব্দুল হাই। তিনি বলেন, কলকাতার মল্লিক বাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের আরো একটি শাখা এই রাজারহাট স্নায়ুতীর্থ। সারা দেশের চিকিৎসা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বাংলায় এই নিউরো সায়েন্সে হবে। এটা বাংলার মানুষ হিসাবে আমাদের গর্বের। এদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, হাজী নুরুল ইসলাম, সভার অন্যতম আয়োজক আব্দুল খালেক, সফিক আহমেদ মাদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বারাসত ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভু ঘোষ, বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহ সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct