নকিব উদ্দিন গাজী, ঝড়খালি, আপনজন: কেন্দ্রীয় সরকার সুন্দরবনের বাঁধ নির্মাণের জন্য কোন টাকা বরাদ্দ করে না কাজ বন্ধ করে দেওয়ার ফলে সুন্দরবনে এখন দুর্বল নদীবাদগুলো কাজ হয়নি ফলে অনেকটাই আশঙ্কায় ভুগছে সুন্দরবনবাসী। নদীর পাড়ে বাস ভাবনা বারো মাস, প্রাকৃতিক দুর্যোগ আসলেই উপকূলবর্তী এলাকার মানুষের মাথায় পরে হাত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল আর তাতেই নতুন করে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে সুন্দরবন উপকূলবর্তী এলাকার মানুষের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড় এর ল্যান্ডফল হতে পারে সুন্দরবনের ঝড়খালি লাগোয়া এলাকায় প্রভাব পড়বে গঙ্গাসাগরেও। আর তাই ভগ্নপ্রায় নদী বাঁধ নিয়ে এখন চিন্তায় সুন্দরবনবাসী। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন কেন্দ্র সরকার এ রাজ্যের আটকে রেখে গরিব মানুষকে যেমন খেলছিস সুন্দরবনের নদীমাতৃক এলাকার বসবাসকারী মানুষদের টাকা কারণে এর কাজ হয়নি একটা জায়গায় রাজ্য সরকারের উদ্যোগে কয়েক কোটি টাকা ব্যয় করে সুন্দরবন একাধিক জায়গায় বাঁধ তৈরি করা হয়েছে। এদের ভোটের সময় দেখা যায় বাকি দিনগুলোতে বিজেপির কোন নেতাদের দেখা যায় না এরা ধর্ম নিয়ে রাজনীতি ছাড়া কিছুই বোঝেনা।প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয় পাথরপ্রতিমা, জি প্লট নামখানা, মৌসুনি ঘোড়ামারা গঙ্গাসাগর একাধিক জায়গার দুর্বল নদী বাঁধ ভেঙে এলাকায় ঢুকে জল নষ্ট হয় চাষের জমি ক্ষতিগ্রস্ত হয় দিন আনা দিন খাওয়া মানুষগুলো। আর তাই নতুন করে আবারো আশংকার মেঘ দেখছে নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপকূলবর্তী এলাকার মানুষেরা। এর আগে প্রাকৃতিক বিপর্যয় মুড়িগঙ্গা নদীর এক কিলোমিটার নদী বাঁধ ভেঙেছিল সাল বললা দিয়ে প্রাথমিকভাবে রিপেয়ার করা হলেও স্থায়ী নদী বাঁধ হয়নি। এলাকার মানুষের দাবি প্রতিবারেই আশ্বাস মেলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ও পাকা নদী বাঁধ কোথায় রাতের ঘুম উড়েছে এখন তাদের। পাশাপাশি নামখানার দেবনগর নাদাভাঙ্গা অন্যদিকে মৌসুনি, গঙ্গাসাগর একই অবস্থা সর্বত্তম নদী বাঁধ ভাঙ্গনের আতঙ্কে এখন প্রহর গুনছে এলাকার মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct