আপনজন ডেস্ক: ভারতের গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ শিশুসহ অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।একটি শপিং মলের গেমিং জোনের ভেতরে শিশুদের ভিড়ে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সূত্রের খবর, গেমিং জোনের মালিককে গ্রেফতার করা হয়েছে।সাপ্তাহিক ছুটির দিনের কারণে শপিংমলটি ভিড়ে উপচে পড়েছিল। আগুনের তীব্রতা এতটাই ছিল যে অনেক দূর থেকে শপিংমল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। যে গেমিং জোনে উদ্ধার অভিযান চলছে সেখানে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে।রাজ্য সরকার মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছে।রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেন, ‘টিআরপি শপিং মলে আগুন লেগেছে, হতাহতের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে। আগুন নিভে গেলে এবং সবকিছু ঠান্ডা হওয়ার পর আমরা ভেতরে গিয়ে হতাহতের পরিমাণ যাচাই করে আগুনের কারণ বের করব। রাজকোটের সমস্ত গেমজোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত গেমিং জোন অডিট করা হবে। আমরা হাসপাতাল ব্যবস্থার সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং সমস্ত আহত ব্যক্তিকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হবে। যেহেতু দেহগুলি মারাত্মকভাবে পুড়ে গেছে, তাই ডিএনএ প্রক্রিয়া পরিচালনা করা হবে এবং প্রতিবেদনগুলি নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ দায়ের করা হবে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ একটি পোস্টে বলেছেন, “রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় অত্যন্ত মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের জন্য প্রার্থনা করছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।তিনি বলেন, রাজকোটের অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের সবাইকে দুঃখ দিয়েছে। কিছুক্ষণ আগে তাঁর সঙ্গে আমার টেলিফোন কথোপকথনে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলজি আমাকে জানিয়েছেন যে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সম্ভাব্য সমস্ত সহায়তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চলছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘রাজকোটের (গুজরাট) গেম জোনে এই দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি মুখ্যমন্ত্রী Shri @Bhupendrapbjp জির সঙ্গে কথা বলে এই দুর্ঘটনার খবর পেয়েছি।তিনি বলেন, ‘প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজের জন্য সর্বাত্মক চেষ্টা করছে এবং আহতদের চিকিৎসা দিচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।কংগ্রেস নেতা রাহুল গান্ধি এক্স-এ একটি পোস্টে লিখেছেন, “গুজরাটের রাজকোটের একটি মলের গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিষ্পাপ শিশুসহ বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct