আপনজন ডেস্ক: ইন্ডিয়া জোট দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণ ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টার অভিযোগ তুলে তা ব্যর্থ করার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মোদি মুসলিম ভোট ব্যাংককে “দাসত্ব” এবং “মুজরা” করার অভিযোগ করেন ইন্ডিয়া জোটের বিরুদ্ধে।
বিহারের কারাকাট ও পাটলিপুত্র লোকসভা কেন্দ্রে একের পর এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বিরোধী জোটের বিরুদ্ধে ‘ভয় দেখানোর’ অভিযোগ করেন এবং সন্ত্রাসবাদ নির্মূল ও দুর্নীতির মূলোৎপাটনে তিনি ‘নির্ভয়ে’ কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন।
তিনি বলেন, বিহার সেই ভূমি যা সামাজিক ন্যায়ের লড়াইকে নতুন দিশা দিয়েছে। আমি এর মাটিতে ঘোষণা করতে চাই যে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ওবিসিদের অধিকার হরণ করার ইন্ডিয়া জোটের পরিকল্পনা আমি বানচাল করে দেব। যদিও তারা মুসলমানদের ক্রীতদাস হয়ে ভোট ব্যাংককে খুশি করতে ‘মুজরা’ করতে পারে। পাঞ্জাব ও তেলেঙ্গানায় কংগ্রেস এবং তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে যথাক্রমে ডিএমকে ও তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে রাজ্যের অভিবাসীদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যে বিহারের মানুষ আহত হয়েছেন বলেও অভিযোগ করে মোদি বলেন, এই আরজেডির লোকেরা যারা লণ্ঠন (নির্বাচনী প্রতীক) নিয়ে ‘মুজরা’ করে চলেছেন, তাদের প্রতিবাদে একটি কথাও বলার সাহস নেই। যাঁরা ‘ভোট জিহাদে’ লিপ্ত ছিলেন, তাঁদের সমর্থনের উপর ভরসা করছে বলে অভিযোগ করে তিনি কলকাতা হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে বলেন, পশ্চিমবঙ্গ সরকার ওবিসিদের তালিকায় বেশ কয়েকটি মুসলিম গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। মোদির দাবি, বিরোধী জোট সিদ্ধান্ত নিয়েছে, ক্ষমতায় এলে প্রথমেই সংবিধান বদল করতে হবে, যাতে আদালতও তাদের আপত্তি মুসলিমদের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা খারিজ করতে না পারে। কংগ্রেস শনিবার বিরোধীদের “মুজরা” আক্রমণের জন্য প্রধানমন্ত্রীর নিন্দা করেছে। উত্তরপ্রদেশে এক জনসভায় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বলেন, বিহারে প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছেন? তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যা দেশের ইতিহাসে আর কোনো প্রধানমন্ত্রী ব্যবহার করেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct