এম মেহেদী সানি, বসিরহাট, আপনজন: “এনআরসি করতে দেব না, সিএএ করতে দেব না, ইউসিসি করতে দেব না ৷ তপশিলিদের সংরক্ষণ কাড়তে দেব না, ওবিসিদের সংরক্ষণ কাড়তে দেব না, এসসিদের সংরক্ষণ কাড়তে দেব না, ভাই বোনেদের যাতে চাকরি হয় নজর দেব ৷” বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুলের সমর্থনে হাড়োয়া সার্কাস ময়দানের জনসভা থেকে বিজেপিকে নিশানা করে এমনই ভাষায় ফের সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা এবং রাজ্য সরকারের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হাজী নুরুল ইসলামকে জয়ী করার আহ্বান জানান ৷ প্রাকৃতিক দুর্যোগে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় হাজির না হলেও, রাজ্যের মন্ত্রী সুজিত বোসের ফোনের মাধ্যমে হাড়োয়ার জনসভায় বক্তব্য রাখেন মমতা, সে সময় হাজী নুরুল ইসলামকে ছোট ভাই বলেও সম্মোধন করেন, পাশাপাশি হাজী নুরুল ইসলামকে জয়ী করে বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূলের পাশে থাকার অনুরোধ জানান ৷ পরে অবশ্য অল্প সময়ের জন্য হলেও বসিরহাটের হাড়োয়ার জনসভায় উপস্থিত হন ৷ এ দিন বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক বিধানসভার বিধায়করা উপস্থিত থাকলেও মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডলের উপস্থিতি লক্ষ্য করা যায়নি ৷ বিষয়টি নিয়ে বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে সরব হন মমতা ৷ মিনাখাঁর বিধায়কের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতারও অভিযোগ তোলেন তিনি ৷ মমতা বলেন ‘‘তৃণমূলের এমএলএ থাকবেন কিন্তু মিটিংয়ে আসবেন না, তা চলবে না। যতক্ষণ ক্ষমা চেয়ে পায়ে না ধরবে, ততক্ষণ উষারানি মণ্ডলকে আমরা মানি না, মানি না, মানি না। ওঁর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আপনাদের মতো লোক চাই না। আপনি স্বামীকে নিয়ে দলটাকে বেচে দেবেন? এটা মানব না।’’মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন যে বিজেপি তার দলের নেতাদের আনুগত্য কিনতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। প্রতিদিন লক্ষ লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে। তারা নগদ অর্থ বিতরণ করে ভোট কেনার চেষ্টা করছে। তারা মনে করছে, নগদ টাকা দিয়ে সবাইকে কেনা যাবে।মমতা বলেন, প্রায় ২৬ হাজার স্কুলের চাকরি বাতিল এবং ২০১০ সালের পর পশ্চিমবঙ্গ সরকারের জারি করা পাঁচ লক্ষেরও বেশি ওবিসি সার্টিফিকেটকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক দুটি নির্দেশের বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
বিজেপির চক্রান্ত সফল হতে দেব না। আমি চাকরি বা ওবিসি শংসাপত্র ছিনিয়ে নিতে দেব না। একইভাবে, আমি রাজ্যে সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন), এনআরসি (জাতীয় নাগরিক নিবন্ধক) এবং ইউসিসি (ইউনিফর্ম সিভিল কোড) প্রয়োগ করতে দেব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে কটাক্ষ করে মমতা বলেন, প্রধানমন্ত্রী দাবি করেন তার বায়োলজিক্যাল বাবা-মা নেই। তাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন। তিনি নাকি ঈশ্বরের দূত আর ২০২৪ পর্যন্ত থেকে দেশের ক্ষমতায় থাকবেন। এখনই বিদায় হলে ভালো হয় ৷ এখনও দশদিন আছে ৷ সেটাও না থাকলে ভালো হয় ৷ একেবারে মিথ্যেবাদীর দল দেশ বাঁচানোর লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দলীয় নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘দল আসল, ব্যক্তি আসল নয় ৷ তিনি ভোট কাটাকুটি না করারও পরামর্শ দেন ৷ মমতা এদিন বক্তব্য রাখার সময় স্লোগানের মধ্য দিয়ে বিজেপিকে উৎখাতের ডাক দেন ৷ মমতা বলেন- ‘বিজেপি যাক’ উৎসাহিত তৃণমূল কর্মীর সমর্থকরা দুহাত তুলে আওয়াজ তোলেন ‘শান্তি থাক ৷’ মমতা বলেন, ‘বিজেপি হটাও’। একইভাবে আওয়াজ ওঠে ‘দেশ বাঁচাও ৷’ মমতা বলেন, তৃণমূল ছাড়া পশ্চিমবঙ্গে অন্য কোনও বিজেপি বিরোধী দলকে ভোট দেওয়ার অর্থ পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করা। এর ফলে বিজেপি বিরোধী ভোটে বিভাজন হবে। অন্য যে কোনও দলকে দেওয়া প্রতিটি ভোট বিজেপিকে খুশি করবে। বিজেপি বিরোধী ভোট ভাগ করবেন না। নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে সভামঞ্চে রাখা নজরুল ইসলামের ছবিতে পুষ্প অর্পণ করে ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর তোলেন মমতা ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct