বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম জাকির সর্দার (৪২)৷ তিনি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার বাসুল ডাঙ্গা চাঁদা এলাকার বাসিন্দা। জাকিরের মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমেছে পরিবারে। তার জানাজায় বহু মানুষ মামিল হন। বুধবার শ্রমিকের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকলে ৷ জানা গিয়েছে, ৪ মাস আগে কেরলের এক ঠিকাদারের অধীনে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন জাকির। রবিবার কাজ সেরে ফেরার পথে উটো নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা লাগে,তখন অটো ড্রাইভার সহ সকলে ছিটকে পড়ে যায়,তাদের মধ্যে গুরুতর আহত হন জাকির। মাথায় ও মুখে গুরুতর আঘাত লাগে ৷ তার সহকর্মীরা তড়িঘড়ি জাকিরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। গুরুতর অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। বুধবার সকালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা প্রসঙ্গেই মৃত শ্রমিকের পরিবারের এক সদস্য হোসেন শেখ বলেন,কয়েক বছর হলো পরিবারের হাল ধরতে জাকির বিভিন্ন যায়গায় কাজে যেত। সেইররকমই এইবার ৪ থেকে ৫ মাসের জন্য কেরালাতে কাজে গিয়েছিল ৷ লোকসভা ভোটের আগে বাড়িতে ফিরে আসব বললেও ও আর এল না ৷ এল ওর নিথর দেহ,আজ শুক্রবার তার শেষ কৃত্য সম্পূর্ণ হলো নিজ বাড়িতে ৷ সংসারের একমাত্র রোজগারে ছিল এই জাকির। তার একটি নাবালক ছেলে আছে। আর দুটি মেয়ের বিয়ে দিয়েছে প্রায় ৫ বছর আগে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct