আপনজন ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মাধ্যম এবিসি নিউজ জানায়, শুক্রবার (২৪ মে) স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এনগা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসের ওই ঘটনা ঘটে। রাজধানী পোর্ট মোরেসবি থেকে ওই গ্রামটি উত্তরপশ্চিমে প্রায় ৬০০ কিলোমিটার দূরে। ভূমিধসের পর স্থানীয়রা উদ্ধারকাজে নেমে পড়েন। তারা ভূমিধসে নিহতদের সংখ্যা ১০০ ছাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনও হতাহতের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি বলে জানায় এবিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্থানীয়দের ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ বের করে আনতে দেখা যাচ্ছে।
পোরগেরা উইম্যান ইন বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এলিজাবেথ লারুমা এবিসিকে বলেন, ‘এমন সময়ে ভূমিধস হয়েছে যখন লোকজন নিজ নিজ ঘরে ঘুমিয়ে ছিল। পুরো গ্রাম মাটির নিচে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমার মনে হচ্ছে, শতাধিক মানুষ ধসে পড়া মাটি, পাথর ও গাছের ধ্বংসস্তূপের নিয়ে চাপা পড়েছেন।’
সেখানে এখনও জরুরি উদ্ধারকর্মীরা পৌঁছেছেন কিনা তা নিশ্চিত হতে পারেনি এবিসি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct