সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: পূর্ব বর্ধমানের অন্ডাল রেলওয়ে মাঠে অনুষ্ঠিত অনুর্ধ ১৫ অল বেঙ্গল ফ্রেন্ডশিপ কাপ ক্রিকেটের ফাইনালে উঠলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় ক্রিকেট একাডেমি। দূর্গাপুর ক্রিকেট একাডেমিকে হারিয়ে বিশাল ব্যবধানে জয় পায় তারা। প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশগ্রহণে করে।
বৃহস্পতিবার(২৩ মে ২০২৫) প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৪৬ রানের বিশাল স্কোর খাড়া করে ভাঙড় ক্রিকেট একাডেমি। দুর্গাপুর ক্রিকেট একাডেমি লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায়।
ফলে ১৭০ রানের বিশাল জয় পায় ভাঙড় ক্রিকেট একাডেমি। ভাঙড় ক্রিকেট একাডেমির পক্ষে ব্যাটে হাতে ৯৮ রান করেন আকাশ লস্কর ও ৬০ রান করেন সৌম্য মন্ডল। বল হাতে ৪ টি করে উইকেট নেন ত্রিদীব মন্ডল ও তাহাবিব লস্কর। ভাঙড় ক্রিকেট একাডেমির কোচ আবু বক্কার মোল্লা জানান, ফাইনালে জেতার ব্যাপারে আমরা আশাবাদী। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামব আমরা। আশা চ্যাম্পিয়ন হব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct