অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: সুষ্ঠুভাবে ভোটগণনা প্রক্রিয়া সম্পন্ন করতে জেলাশাসকের দপ্তরে বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলার পুলিস সুপার চিন্ময় মিত্তাল ছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, অতিরিক্ত জেলাশাসক হারিস রাশিদ(ভূমি ও ভূমি সংস্কার), শুভজিৎ মন্ডল(উন্নয়ন), বালুরঘাট সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন সহ অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকেরা। এছাড়া বিজেপি, তৃণমূল, বাম এবং অন্যান্য দলের তরফে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৪ জুন গোটা দেশের সাথে বালুরঘাট লোকসভা আসনেও গণনা প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। বালুরঘাট কলেজে চলবে গণনা প্রক্রিয়া। তার আগে মূলত সুষ্ঠুভাবে গণনা প্রক্রিয়া সম্পূর্ণ করবার জন্যই এদিন সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়েছিল জেলা প্রশাসনের তরফে। সুষ্ঠুভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এদিন সমস্ত দলের কাছে সহযোগিতা চান জেলাশাসক।
এ বিষয়ে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ডঃ সুকান্ত মজুমদার বলেন, “গণনাকে কেন্দ্র করে আমরা আমাদের প্রস্তুতি আগে থেকে শুরু করে দিয়েছি। গতবারের তুলনায় এবারে লিড যাতে আরো বাড়ে সেটাই আমাদের লক্ষ্য। জেলা শাসক সব দলের প্রার্থীদের ডেকেছিলেন। তিনি গণনা সম্পর্কিত বিভিন্ন নিয়ম কানুনের বিষয়গুলো তুলে ধরেছেন। সুষ্ঠুভাবে যাতে গণনা হয় সেই বিষয়ে আমরা দাবি রেখেছি।”
প্রসঙ্গত, বালুরঘাট লোকসভা আসনে মোট ভোটার ১৫,৬১,৯৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭,৯৮,২১৭ জন, মহিলা ভোটারের সংখ্যা ৭,৬৩,৬৬৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮১ জন। মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ১৫৬৯ টি। এর মধ্যে ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন ভোটাধিকার প্রয়োগ করেছেন মোট ১২৩৫৩৪০ জন ভোটার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct