আপনজন ডেস্ক: থানায় বিক্ষোভের জেরে মুসলিমদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল অসম সরকার। কিন্তু গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে অবশেষে তাদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হল হিমন্ত বিশ্বশর্মা সরকার।
অসমের নগাঁও জেলায় এক মাছ ব্যবসায়ীর ‘হেফাজতে’ মৃত্যুর প্রতিবাদে পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেওয়ার পর মুসলিম পরিবারগুলোর বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তার জেরে ২০২২ সালের ২১ মে পাঁচ জন মুসলিমকে বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয় প্রশাসন। সেই ভেঙে ফেলার জন্য গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে ওই পাঁচজনকে ক্ষতিপূরণ হিসাবে ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
ভুক্তভোগীদেরদের আইনজীবী জুনায়েদ খালিদ জানিয়েছেন, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার বিষয়ে রাজ্য সরকার গুয়াহাটি হাইকোর্টকে জানিয়েছে যে পাঁচজনকে মোট ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, একজনকে এখনও দেওয়া বাকি রয়েছে। নগাঁও জেলার বাতাদ্রাভায় প্রশাসন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া দুটি পাকা বাড়ির জন্য ১০ লক্ষ টাকা এবং পাঁচটি কাঁচা আবাসনের জন্য আড়াই লক্ষ টাকা করে দিয়েছে সরকার।
ক্ষতিপূরণ প্রাপ্তরা হলেন ইনামুল হক, হিফজুর রহমান, মজিবুর রহমান, রফিকুল ইসলাম, আক্কাস আলী ও নিহত ব্যক্তির বৈধ উত্তরাধিকারী সফিকুল ইসলাম।
বৈধ উত্তরাধিকারী সনদ না পাওয়ায় সফিকুল ইসলামের স্ত্রীকে পাওনা পরিশোধ বন্ধ রাখা হয়েছে। সফিকুল ইসলাম (৩৯) নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ীর হেফাজতে মৃত্যুর পর বাতাদ্রাবা থানায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এর একদিন পর ভবনের নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও মাদকের সন্ধানে সফিকুল ইসলাম ও তার আত্মীয়-স্বজনসহ সাতটি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
২০২২ সালের নভেম্বরে, তৎকালীন গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি আর এম ছায়া আসাম সরকারকে তার পদক্ষেপের জন্য তিরস্কার করেছিলেন এবং বলেন আপনারা কি ভাবছিলেন যে আগামীকাল আপনার কিছু দরকার, আপনারা আমার আদালত কক্ষটি খনন করবেন। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন,আপনি এটা কিভাবে করতে পারেন? তদন্তের আড়ালে কারও বাড়ি ভাঙচুর করা হলে তা নিরাপদ নয়। আদালত জোর দিয়ে বলেছে, কোনও এজেন্সি “অত্যন্ত গুরুতর বিষয়” তদন্ত করলেও “কোনও বাড়ি বুলডোজার চালানো কোনও ফৌজদারি আইনে অনুমোদিত নয়। বিচারপতি ছায়া এমনকি বাড়িগুলির বুলডোজারকে একটি “গ্যাং ওয়ার” এর সাথে তুলনা করেছিলেন এবং স্বরাষ্ট্র বিভাগকে তাদের তদন্ত চালানোর আরও ভাল উপায় খুঁজে বের করতে বলেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct