আপনজন ডেস্ক: দুর্নীতির অভিযোগে রাশিয়ার একজন জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিন। তিনি রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফ বিভাগের উপপ্রধান। এ নিয়ে এক মাসের মধ্যে চারজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করল রুশ কর্তৃপক্ষ। লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিন এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান যোগাযোগ অধিদপ্তারের প্রধান ছিলেন। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, একটি সামরিক আদালত বুধবার শামারিনকে গ্রেপ্তারের আদেশ দেয়। সাজা অনুসারে তাকে দুই মাস কারাগারে থাকতে হবে। লাভজনক সামরিক চুক্তিতে দুর্নীতি বন্ধ করার প্রয়াসের অংশ হিসেবে অন্যান্য শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের গ্রেপ্তারের পর শামারিনকেও গ্রেপ্তার করা হল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct