আপনজন ডেস্ক: রাশিয়ায় অভিবাসীদের অবৈধ এক হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ মে) রাজধানী মস্কোর উপকণ্ঠে অবস্থিত একটি গ্রামের হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।মস্কোর প্রসিকিউটরের কার্যালয় বলেছে, স্থানীয় সময় ভোর ৪ টার দিকে রাজধানীর উত্তর-পশ্চিমের ইস্ত্রিনস্কি জেলার দ্বিতল ওই আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়।উদ্ধারকারীরা বলেছেন, হোস্টেলের দুই মালিক পালিয়ে গেছেন। তবে সেখান থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছুটি কাটানোর জন্য জনপ্রিয় একটি গ্রামে হোস্টেলটির অবস্থান।মস্কোর প্রসিকিউটররা বলেছেন, ‘তদন্তকারীদের মতে, ২৩ বছর বয়সী এক ব্যক্তি ভবনটি ভাড়া নিয়েছিলেন। পরে ওই ব্যক্তি রাশিয়ায় নিবন্ধিত নয় এমন বিদেশি নাগরিকদের কাছে ভবনটি ভাড়া দেন।’অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা যায়, সকালের দিকে ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। এ সময় পুড়ে যাওয়া ভবনের ধ্বংসাবশেষে ধোঁয়া উড়তে দেখা যায়। অগ্নিকাণ্ডে ভবনের দেয়ালের কিছু অংশ ধসে পড়েছে।গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মস্কোর প্রসিকিউটররা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct