নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওবিসি সংক্রান্ত ২০১২ সালের বিধি এক রায়ে বাতিল করেছেন। এখন থেকে ওই ওবিসি শংসাপত্র আর ব্যবহার করা যাবে না বলে রায়ে উল্লেখ করা হয়েছে। জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মসিহুর রহমান এক বিবৃতিতে বলেছেন যে, আদালতের এই ধরনের রায় হতাশাজনক। অন্যান্য অনগ্রসর শ্রেণি সংক্রান্ত ২০১২ সালের বিধি বাতিল করার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থ-সামাজিক ভাবে পিছিয়ে থাকা গোষ্ঠীর মানুষেরা, ছাত্র-ছাত্রীরা যতটুকু সরকারি সুবিধাগুলো পেয়ে আসছিলেন, তা থেকে তারা বঞ্চিত হলেন।তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের গঠিত সাচার কমিটি ও রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশকে সামনে রেখে ২০১০ সালে তৎকালীন রাজ্য সরকার সংখ্যালঘু মুসলিমদের কতিপয় গোষ্ঠীর জন্য সংরক্ষণ ঘোষণা করে। ২০১২ সালে বর্তমান রাজ্য সরকার কিছু পশ্চাদপদ গোষ্ঠীকে তালিকাভুক্তি করে। এতে শুধু মুসলিমরা বঞ্চিত হলেন না, অমুসলিমরাও বঞ্চিত হলেন।শংসাপত্রের বৈধতার ক্ষেত্রে আদালত বিধানসভায় আইন পাশ করানোর নির্দেশ দেওয়াতে জটিল রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব ঘটল। এই রায়ে সাম্প্রদায়িক রাজনৈতিক দলের নেতারা যে মন্তব্য করেছেন, তাতে তাদের সংখ্যালঘু বিদ্বেষী মানসিকতা আরো সুস্পষ্ট হয়ে উঠল। শুধু তাই নয়, সংখ্যাগুরু সম্প্রদায়ের নিম্নবর্ণের মানুষেরা সংরক্ষণের এ রকম সুবিধা না পান, তা-ও তাদের কার্যকলাপে প্রমাণিত হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct