আপনজন: প্রথম সন্তান কন্যা হওয়ার আনন্দে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা। সমাজের এক অন্যতম নজির গড়লেন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান। উল্লেখ্য, গত ১৮ মে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এর একটি বেসরকারি নার্সিংহোমে জন্মগ্রহণ করেন রোকসা পারভিন এর কন্যা। আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান। মুর্শিদাবাদের সাগরদিঘী থানার জোটকমল এলাকার বাসিন্দা তথা ঐ কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান জানান তার স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন। তাই তিনি তার ঘরের লক্ষী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। অপরদিকে কন্যা সন্তানের মা রুখসা পারভিন জানান, প্রত্যেক নারীর স্বামীর এমন ধারণা দরকার যে কন্যা সন্তান বোঝা নয়। রঘুনাথগঞ্জের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা মুর্শিদাবাদ জেলায়। কন্যা সন্তান হলে যখন কোন কোন পরিবারের নেমে আসে শোকের ছায়া, সেখানে কন্যা হওয়ায় পাবার এই আনন্দ এবং উদ্যোগ নিঃসন্দেহে সমাজকে এক বিশেষ বার্তা বহন করলো বলে মনে করছেন সকলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct