নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার উপস্থিতিতে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, সন্দেশখালি আন্দোলন চলাকালীন যেদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে গিয়েছিলেন সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এই মহিলা তখন সুকান্ত মজুমদারকে অসুস্থ অবস্থায় আগলে ছিলেন। এমনকি তিনি গ্রেফতার হয়েছিলেন। বিজেপির একনিষ্ঠ সেই নেত্রী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের যোগ দেন। এই যোগদানের পর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলর মাধ্যমে বলা হয় যেভাবেই বিজেপি নারী বিরোধী রাজনীতি করছেন তার বিরুদ্ধে সরব হয়ে বসিরহাটের বিজেপির জেলার সাধারণ সম্পাদিকা বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের যোগ দেন। শুধু তাই নয় সন্দেশখালি ইস্যুতে যেভাবে বিজেপি ষড়যন্ত্র করেছে তা তিনি ফাঁস করেন এবং তার প্রতিবাদ জানিয়ে হাতে তুলে নেন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। সন্দেশখালিতে নারীদের আন্দোলন নিয়ে যখন লোকসভা নির্বাচনীয় আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে সেই সময় বিজেপির বসিরহাটের জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভিনের পদ্ম সিবি ছেড়ে ঘাসফুল শিবিরে এই যোগদান বলে মনে হচ্ছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার সিরিয়া পারভিন তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে অভিযোগ করেন সন্দেশখালিতে শাহজাহানের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ধর্ষণ কান্ড নিয়ে বিজেপি বড় ষড়যন্ত্র তৈরি করেছিল। মিথ্যা ধর্ষণের মামলা করানো হয় গ্রামবাসীদের দিয়ে। এই নিয়ে বিজেপির উচ্চ নেতৃত্ব টেক্সটের মাধ্যমে মোবাইল ফোনে কি কি নির্দেশ পাঠিয়েছিল তা তিনি প্রমাণ করে দেবেন বলেও দাবি করেন। সিরিয়া পারভিন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দাবি করেন,সন্দেশখালির গোটা আন্দোলন আগে থেকে সাজানো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct