আপনজন ডেস্ক: ভারতের কার্পেট হাব হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের ভাদোহি সংসদীয় এলাকা এখন আকর্ষণের কেন্দ্র বিন্দু যেখানে কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ লড়াই করছে বিজেপির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট না হলেও ভাদোহিতে একসাথে লড়ছে কংগ্রেস-তৃণমূল।উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছাড়াই লড়ছেন ভাদোহির তৃণমূল প্রার্থী তথা উত্তরপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠির প্রপৌত্র ললিতেশ ত্রিপাঠি। তিনি ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভার আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১২ সালে মারিহান কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে জিতেছিলেন ত্রিপাঠি। এবার তিনি ভাদোহি লোকসভা কেন্দ্রে লড়ছেন তৃণমূলের হয়ে যেখানে বিজেপির প্রার্থী বিনোদ বিন্দ, ও বিএসপির হরিশঙ্কর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct