আপনজন ডেস্ক: হুইলচেয়ারে বসে থাকা এক প্রতিবন্ধী ব্যক্তিকে পাঁচ থেকে ছয়টি ঘুষি মারার পাশাপাশি তার গলা চেপে ধরেছেন যুক্তরাজ্যের এক পুলিশ কর্মকর্তা।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত সোমবার (২০ মে) গ্রেট ইয়ারমাউথের একটি দোকানের পাশে এ ঘটনা ঘটে।
শারীরিকভাবে অক্ষম ওই ব্যক্তিকে পুলিশ কর্মকর্তার মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মারধর করার পর ওই প্রতিবন্ধীকেই গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় নরফোক পুলিশ বিভাগ দাবি করেছে, ওই প্রতিবন্ধী ব্যক্তি পুলিশ কর্মকর্তাকে বোতল দিয়ে মারতে গিয়েছিলেন। এছাড়া তিনি গালাগালও করছিলেন।
ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের প্রধান ইন্সপেক্টর এ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মানুষের মতামত এবং ওই ঘটনায় যে শক্তি ব্যবহার করা হয়েছে সে বিষয়টি আমরা বিবেচনা করছি এবং এটি আমাদের তদন্তের অংশ হবে।
তিনি আরো বলেছেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে এ ব্যাপারে আমরা জানি। বিষয়টি প্রফেসনাল স্ট্যান্ডার্ড ডিভিশনে রেফার করেছি এবং আমরা বিষয়টির বিষদ তদন্ত করছি। যার মধ্যে রয়েছে পুলিশ কর্মকর্তার গায়ে থাকা ক্যামেরাও।”
৪৩ বছর বয়সী এক নারী, যিনি ওই ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন— তিনি জানিয়েছেন, ওই প্রতিবন্ধী ব্যক্তি নাচছিলেন এবং গান গাইছিলেন। তখন পুলিশ কর্মকর্তা তাকে থামাতে আসেন।
প্রতক্ষদর্শী নারী বলেছেন, বিয়ারের বোতল হাতে তিনি (প্রতিবন্ধী ব্যক্তি) ওঠার চেষ্টা করছিলেন। আমার মনে হয় পুলিশ সদস্য ভেবেছিলেন তার দিকে তিনি বোতল ছুড়ে মারবেন। এরপর ভিডিওতে দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য তাকে ঘুষি মারছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct