তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: তীব্র গরমে ভূ-গর্ভস্থ জলস্তর অকেনটা নিচে নেমে গিয়েছে। জলসঙ্কটে ভুগছে এলাকার মানুষ। তার উপরে একমাস ধরে পিএইচই প্রকল্পের জল বন্ধ। বাধ্য হয়ে অগভীর নলকূপের জল পান করতে হচ্ছে বাসিন্দাদের। পানীয় জলের দাবিতে বুধবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন প্রদান করলেন তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর গ্রামের বাসিন্দারা। বিডিও সৌমেন মন্ডল শিঘ্রই গ্রামে ট্যাঙ্কারে করে জল পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দীর্ঘ বছর ধরে তুলসীহাটা পিএইচই প্রকল্পের জল পেয়ে আসছিলেন সালালপুর গ্রামের মানুষ। বছর চারেক আগে চাঁচলগামী ৩১ নং জাতীয় সড়কের কাজ শুরু হওয়ার ফলে পাইপ গুলি ভেঙ্গে যায়। এই নিয়ে স্থানীয় প্রশাসনকে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করার পর প্রায় ছয় মাস আগে গ্রামে আবার শুরু হয় জল দেওয়া। কিন্তু একমাস ধরে আবার বন্ধ হয়ে গেছে জল। স্থানীয় বাসিন্দা মহম্মদ মকেতুল ইসলাম,রসিদ আলি ও সাদেক আলিরা বলেন,’আমরা একমাস ধরে তুলসীহাটা পিএইচই প্রকল্পের জল পাচ্ছি না। দেড় থেকে দুই কিলোমিটার দূরে তুলসীহাটা এলাকায় জল আনতে যেতে হয়। গ্রামে পাইপ লাইন বসানো হলেও এখনো পর্যন্ত বাড়ি বাড়ি টেপকল বসানো হয়নি। অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করতে হয় আমাদের। চাঁচল মহকুমার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ বলেন,’তুলসীহাটা পি এইচ ই প্রকল্পের অন্তর্গত একাধিক গ্রাম রয়েছে। সেই কারণে জলের চাপ নিতে পারছে না। পারো গ্রামে নতুন পিএইচই প্রকল্পের কাজ চলছে। তার পাশাপাশি পাইপলাইন বসানোর কাজ চলছে। শীঘ্রই বাড়ি বাড়ি ট্যাপে জল পৌঁছে যাওয়ার ব্যবস্থা করা হবে। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct