সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং বহরমপুর উত্তর-দক্ষিন রেঞ্জের বনদপ্তরের যৌথ অভিযানে মুর্শিদাবাদ থানার মতিঝিল পেট্রোল পাম্প সংলগ্ন একটি বেসরকারি হোটেল থেকে লেপার্ডের চামড়া সহ দুজনকে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৮৮ মিটার লম্বা পূর্ণবয়স্ক একটি লেপার্ডের চামড়া। ধৃত দুজনকে মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয় বনদপ্তর। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধীত আইনের ৯, ৪২ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।ধৃতদের নাম সাবিরুল ইসলাম ও মাসারুল মন্ডল। দুজনের বাড়ি মুর্শিদাবাদ থানার গুধিয়া এলাকায় বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত সাবিরুল ইসলাম তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আকরুমা বিবির স্বামী। অন্যদিকে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি সাবিরুল ইসলামের ভাই মাসারুল মন্ডলকেও একই সঙ্গে গ্রেফতার করে একই সঙ্গে আটক করে বনদপ্তর। গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করে তারা, লোকসভা নির্বাচনের মাস কয়েক আগে আবু তাহের খানের হাত ধরে আবারো তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করে সাবিরুল সহ তার অনুগামীরা।দুই ভাই কোথা থেকে সেই লেপার্ডের চামড়া আনছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সহ বনদপ্তর। যদিও এই ঘটনায় ধৃত সাবিরুল ইসলামের বক্তব্য, ‘দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হলাম। চক্রান্ত করে আমাদের ফাঁসানো হয়েছে।’ এই বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct