আপনজন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে বহু ফিলিস্তিনির মরদেহ ট্রাকে ভরে ইসরায়েলে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। সংবাদমাধ্যম আল-জাজিরার ধারণকৃত ভিডিও ফুটেজে ইসরায়েলি বাহিনীর এমন ভয়াবহ কর্মকাণ্ড ধরা পড়েছে।ভিডিওতে দেখা যায়, গাজার একটি অস্থায়ী মর্গ থেকে মরদেহ সরিয়ে ইসরায়েলি বাহিনী। তারা স্ট্রেচারে করে এসব মরদেহ ট্রাকে ভরছে। ইসরায়েলি ওই ট্রাকে কালো পলিথিনে মোড়ানো মরদেহ পড়ে থাকতে দেখা যায়।২০২৩ সালের নভেম্বর মাসে গাজা সিটির আল-শিফা হাসপাতালে প্রথম অভিযানের সময় এই মর্গ তৈরি করেছিল ইসরায়েলি বাহিনী। এই ভিডিওটি সেই সময়ের বলেই ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শতাধিক মরদেহ একটি ট্রাকে ভরে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল।
গত ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিনিদের মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে নেতানিয়াহু সরকার। তারা বলছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩৫০টির বেশি মরদেহ তাদের দেশে আনা হয়েছে। এসব মৃত মানুষের মাঝে ইসরায়েলি বন্দি আছে কিনা, তা জানতেই এমনটা করা বলে দাবি তেল আবিবের। এমনকি তাদের মাঝে কোনো ইসরায়েলি বন্দি না পাওয়া গেলে গণকবর দিতে গাজায় ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে দেশটি। তবে ইসরায়েলের এমন কর্মকাণ্ডে মানব দেহের অঙ্গ চুরির বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ফিলিস্তিনি চিকিৎসকদের এমন উদ্বেগের পর ইউরো-মিড অধিকার সংগঠনগুলো এই বিষয়ের ওপর স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। তাদের এমন অভিযোগ অস্বীকার করলেও নব্বইয়ের দশকে এমনটা ঘটেছিল বলে স্বীকার করেছে ইসরায়েল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct