বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: লোকসভা নির্বাচনকে সামনে রেখে উঠে পড়ে লেগেছে সকল রাজনৈতিক দল গুলো। নির্বাচন যতই শেষের দিকে এগিয়ে যাচ্ছে ময়দান ছাড়তে নারাজ কেউই। রাজ্যের শাসক দল তৃণমূল,প্রধান বিরোধী দল বিজেপির পাশাপাশি বাম সহ আইএসএফ ও নেমে পড়েছে ভোটযুদ্ধে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তার পরেই সপ্তম দফা নির্বাচন অর্থাৎ শেষ দফা নির্বাচন। তারই আগে এদিন ডায়মন্ড হারবার লোকসভার আইএসএফ প্রার্থী মজনু লস্করের সমর্থনে বনগ্রাম থেকে মহিষগেট পর্যন্ত নির্বাচনী পথসভায় এসে জন জুয়ারে ভাসলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই নির্বাচনী রোড শো থেকে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দুর্নীতি ও জনবিরোধী নীতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবং তিনি বলেন দুর্নীতি মুক্ত সমাজ গড়তে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আইএসএফ প্রার্থী মজনু লস্করকে ভোট দিয়ে জয়ী করার জন্য আহ্বান করেন।এবার লোকসভায় নিজেদের প্রতীকে লড়াই করছে আইএসএফ। ইভিএমে খাম চিহ্নের পাশে থাকছে আইএসএফ নামও। শুধু ভাঙড়ের বিধায়ক হয়ে নিজেকে আটকে নয় সারা রাজ্যে পৌঁছে যাচ্ছেন নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদ, মালদহ সহ বিশেষ করে সংখ্যালঘু জেলায় নজরে দিতে চাইছে আইএসএফ । তাই এই সব জায়গাতেই তীব্র দাবদাহ পরিবেশকে অপেক্ষা করে কদিনে প্রচারে পৌঁছে গেছেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ -এর তিনিই একমাত্র তারকা। আইএসএফ এর একটাই উদ্দেশ্যে কয়েকটা আসন পাওয়ার পাশাপাশি ভাঙড়ের গণ্ডি ছাড়িয়ে সারা রাজ্যে নিজেদের অস্তিত্ব জানিয়ে দিতে এবার কোমর বেঁধে নেমেছে আইএসএফ। প্রাপ্ত ভোট শতাংশের গ্রাফকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা। নওশাদ সিদ্দিকীর ডায়মন্ড হারবার লোকসভায় এই নির্বাচনী পথ সভায় ৮ থেকে ৮০ সকল মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct