আপনজন ডেস্ক: রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে পশ্চিমা মিত্রদের সরাসরি জড়িত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।সোমবার (২০ মে) সংবাদমাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘এটি সদিচ্ছার বিষয়। কিন্তু প্রত্যেকে শুধু একটি কথাই বলবে তা হলো সবাই যুদ্ধ ভয় পায়।’তিনি বলেন, ‘প্রত্যেকেই এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে যে ইউক্রেনীয়রা মারা যাচ্ছে। মানুষ মারা যাচ্ছে তা কেউ দেখতে পাচ্ছে না।’এ সময় জেলেনস্কি প্রস্তাব করেন, সামনের দিনগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে সহায়তা করতে পারে প্রতিবেশী ন্যাটোভুক্ত দেশগুলোর সশস্ত্র বাহিনী।রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। জেলেনস্কি জানান, রাশিয়া ইউক্রেন ভূখণ্ডে ৩০০টি বিমান দিয়ে হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘আমাদের আকাশপথে হামলা প্রতিহত করার জন্য অন্তত ১২০-১৩০টি বিমান দরকার।’সাক্ষাৎকারে পশ্চিমা মিত্রদের তিনি আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct