মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান স্টেশন এক অন্য রকম ঘটনার সাক্ষী থাকল। ট্রেনের যাত্রাতে অনেক সাধারণ মানুষ কে যে ভাবে বিরক্ত করে বৃহন্নলাদের একটি অংশ ।তাদের দাপাদাপি সহ্যের বাইরে চলে যাচ্ছে বলে আর পি এফের অভিযোগ। অন্যদিকে বৃহন্নলাদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মোটা টাকা ঘুষ চেয়ে না পাওয়ায় আরপিএফ তাদের উপর অত্যাচার চালাচ্ছে। দুই পক্ষের অভিযোগের মাঝেই মঙ্গলবার বর্ধমান রেল স্টেশনে তুমুল বিক্ষোভে দেখায় বৃহন্নলারা।
বিক্ষোভের মাঝেই বৃহন্নলাদের হাতে আক্রান্ত হয় আরপিএফের এক মহিলা সাব ইন্সপেক্টর ও এক মহিলা কনস্টেবল সহ একজন সাব ইন্সপেক্টর ও দুজন পুরুষ কনস্টেবল। এই ঘটনায় আরপিএফ পোষ্ট সহ বর্ধমান স্টেশন চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পরে। বৃহন্নলাদের বড় অংশ এদিন অবস্থান বিক্ষোভে বসে পরে এক নম্বর প্লাটফর্মে আরপিএফ পোষ্টের সামনে। তাদের অভিযোগ, আরপিএফ আধিকারিকরা আইনি পদক্ষেপ নেওয়ার ভয় দেখিয়ে মোটা টাকা ঘুষ চায়। তা না দিলেই তাদের উপর নেমে আসে শারীরিক অত্যাচার। প্রায় দিনের নিত্য নতুন অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে বৃহন্নলাদের বড় অংশ। আজ তারই বহিঃপ্রকাশ ঘটেছে। এমনকি এদিন দেখা গেছে, বিক্ষোভ চলাকালীন আর পি এফের এক অফিসারকে রীতিমত লাঠি, চর, থাপ্পড় মারতে মারতে নিয়ে যাচ্ছে বৃহন্নলাদের একাংশ।যদিও আরপিএফের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বর্ধমান আরপিএফ পোষ্টের আধিকারিকরা। তাদের দাবী, রেলের যাত্রীদের কাছ থেকে জোড়-পূর্বক টাকা চাওয়ার অভিযোগ জমা পরছিল রেল বিভাগে সেই জন্যই আরপিএফ ব্যবস্থা নিচ্ছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct