সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: গত ২রা এপ্রিল ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আলামিন হককে কাঠের স্কেল দিয়ে মারধরের অভিযোগ ওঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের বিরুদ্ধে। স্কেলের আঘাতে ওই ছাত্রের পায়ে বড়ো ধরনের চোট লাগে। ওই ছাত্রের পরিবারের অভিযোগ, ‘প্রথমদিকে মারের কথা স্বীকার করে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা অর্থ সাহায্য করলেও পরবর্তীতে মারার কথা অস্বীকার করেন প্রধান শিক্ষক নাজমুল হক।’ এমনকি সেই কথা ধামাচাপা দেওয়ার জন্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ছাত্রের বাবা রামবাগ হাটপাড়ার বাসিন্দা ইসমাইল হক।ছাত্র নিগ্রহের ঘটনায় মঙ্গলবার বিকেলে বহরমপুর-লালগোলা রাজ্য সড়কের উপর ভগবানগোলা নেতাজি মোড়ে প্রায় আধাঘন্টা পথ অবরোধ করে থাকে স্থানীয় বাসিন্দারা। প্রধান শিক্ষকের কড়া শাস্তির দাবী জানিয়েছেন তারা। দীর্ঘ আধাঘন্টা পর ভগবানগোলা থানার পুলিশ অবরোধ তুলে দেয়। যদিও এই বিষয়ে ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের দাবি, ‘শাসক দলের নেতাদের মদতে যোগসাজশ করে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছে তারা।’গত ১৯শে মে ভগবানগোলা থানায় এধরনের একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন ভগবানগোলার মহাকুমা পুলিশ আধিকারিক ডক্টর উত্তম গড়াই।বিদ্যালয় শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে এই বিষয়টি তুলে ধরবেন বলে জানিয়েছেন ছাত্রের বাবা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct