নিজস্ব প্রতিবেদক, বালুরঘাট, আপনজন: যৌনাঙ্গে লুকিয়ে সোনা পাচার করার অভিযোগ। ঘটনায় ধৃত এক পাচারকারী মহিলা। উদ্ধার ৫১ লক্ষ টাকার সোনার বিস্কুট। ধৃতকে এদিন আদালতে তোলা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের হাঁড়িপুকুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হাঁড়িপুকুর এলাকার বাসিন্দা পাচারকারী ওই মহিলার নাম খতেজা বিবি। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে ওই মহিলা। সেই সময় তাঁকে দেখে ফেলে প্রহরারত ৬১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা। সন্দেহ হওয়ায় মহিলাকে ধরে যন্ত্রের মাধ্যমে তাঁর শরীর পরীক্ষা করা হয়। সেখানেই দেখা যায় ওই মহিলার শরীরে কিছু রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করে যে তার যৌনাঙ্গে ৬ টি সোনার বিস্কুট রয়েছে। এরপর একে একে ছয়টি সোনার বিস্কুট যৌনাঙ্গ থেকে বের করেন ওই মহিলা। উদ্ধার সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য ৫১ লক্ষ ২১ হাজার ৮২৮ টাকা। সোমবার রাতে আইনি প্রক্রিয়া শেষ করে ওই মহিলাকে হিলি শুল্ক দপ্তরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে বিএসএফ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct