আপনজন ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী দেশটির ফার্স্ট লেডি আসমা আল-আসাদ রক্তের ক্যান্সার লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ফার্স্ট লেডি আসমা আল-আসাদের তীব্র মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়েছে।ওই বিবৃতিতে বলা হয়েছে, সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে ফার্স্ট লেডি বিশেষ চিকিৎসা প্রোটোকল মেনে চলবেন এবং সরাসরি সব ধরনের সম্পৃক্ততা থেকে দূরে থাকবেন।লিউকেমিয়া হচ্ছে অস্থিমজ্জার ক্যান্সার। অধিকাংশ ক্ষেত্রে এর প্রধান লক্ষণ শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক সংখ্যাবৃদ্ধি। রক্তে ভ্রাম্যমাণ এই শ্বেত রক্ত কণিকাগুলো অপরিণত ও অকার্যকর।লিউকেমিয়া বেশিরভাগ ক্ষেত্রে অস্থি মজ্জা (হাড়ের নরম ভিতরের অংশ) থেকে শুরু হয় এবং সাধারণত প্রাথমিক শ্বেত রক্তকণিকার সঙ্গে সম্পর্কিত। তবে লিউকেমিয়া অন্যান্য প্রাথমিক রক্তকণিকাতেও শুরু হতে পারে।প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে তিনি ব্রেস্ট ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠেন। তবে এবার তিনি লিউকেমিয়ায় আক্রান্ত হলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct