নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজের হাতে লিখেই উচ্চ মাধ্যমিক পাশ করলেন চারু মোমিন। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয় থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে চারু। চারুর বাড়ি চৌকি মিরদাদপুর অঞ্চলের শ্যামপুর এলাকায়। চারু উচ্চ শিক্ষা অর্জন করতে চায়। চারুর ইচ্ছে কলেজে পড়বে এবং বিভিন্ন চাকরির পরীক্ষার কোচিং করবে। কিন্তু পরিবারের সামর্থ্য নেই টাকা দেওয়ার। চারুর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। কোন কাজ করতে পারেনা। মা শ্রমিক হিসেবে কাজ করেন। কখনো কাজ পান কখনো আবার পান না। মায়ের উপার্জনে সংসার চালানো হিমশিম অবস্থা। চারুর পড়ার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে আর্থিক দুরাবস্থা। চারুর ইচ্ছে আমি পড়াশুনা করে চাকরি করে আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি। আমি প্রতিবন্ধী। আমি তো পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারবোনা। তাই পড়াশোনা করতে চাই। এই প্রতিবন্ধীকে ফুলমালা ও মিষ্টান্ন দিয়ে সংবর্ধনা দেন সমাজসেবী জমিদার। কলেজে ভর্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন সমজসেবী জমিদার। চারু মমিনের পাশে আগামীতে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন জমিদার। চারু মমিনের ইচ্ছা কোন সহৃদয় ব্যক্তি তার পাশে পড়াশোনার জন্য দাঁড়ালে খুব ভালো হতো। চারু মমিন কলেজে পড়তে চায়। প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে মাথা উঁচু করে এই সমাজে সে বাঁচতে চায়। এটা তার কাছে এক বড় চ্যালেঞ্জ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct