নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: রাজভবনের নির্দেশে তদন্তে সহযোগিতা করতে ৩ জন কর্মী মঙ্গলবার সন্ধ্যায় হাজির হন হেয়ার স্ট্রিট থানায় ।ব্যাঙ্কশাল কোর্টে ব্যক্তিগত বন্ডে জামিনের পর শ্লীলতাহানিকাণ্ডে রাজভবনের তিন কর্মী হাজিরা দেন হেয়ার স্ট্রিট থানায়। সূত্রের খবর, পুলিশ এই তিন জনের সঙ্গেই কথা বলে।শ্লীলতাহানির অভিযোগ তোলা রাজভবনের মহিলা কর্মীর বয়ানের ভিত্তিতেই তাঁদের তলব করা হয়েছিল। এদিন তাদের কাছ থেকে বয়ান রেকর্ড করে পুলিশ। আগে বার কয়েক হাজিরা এড়ালেও মঙ্গলবার থানায় এসেছেন তাঁরা। যে তিন জনকে তলব করা হয়েছিল, তাঁরা হলেন এসএস রাজপুত, কুসম ছেত্রী এবং সন্ত লাল। রবিবার ডাকা হলেও তাঁরা তলব এড়িয়ে গিয়েছেন। উল্টে পুলিশের কাছে সময় চেয়েছিলেন তাঁরা। যে তিন জনকে তলব করা হয়েছে, তাঁদের মধ্যে এসএস রাজপুত জানিয়েছিলেন, তিনি কলকাতার বাইরে রয়েছেন। রাজপুত ১০ দিন সময় চেয়েছিলেন এবং এফআইআরের কপিও চেয়েছিলেন পুলিশের কাছে। বাকি দু’জন সাত দিন সময় চেয়েছিলেন এবং এফআইআরের কপি চেয়েছিলেন । শ্লীলতাহানির অভিযোগে রাজভবনের আরও চারজনকে নোটিশ পাঠিয়ে তলব করেছে কলকাতা পুলিশ। তাঁরা হচ্ছেন মুন্না চৌধুরি, ডা. এম সাঁতরা, শিবম শর্মা ও গৌতম দাস। এরা প্রত্যেকেই অভিযোগ কারিনীর বয়ান অনুযায়ী ঘটনার দিন রাজভবনে উপস্থিত ছিলেন। তদন্তের স্বার্থে তাদের বয়ান রেকর্ড করবে পুলিশ। রাজভবন সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের তদন্তে যাতে অসহযোগিতার কোন অভিযোগ না উঠে তার জন্য সতর্ক রাজ্যপাল। রাজভবনের কর্মীদের তিনি কলকাতা পুলিশকে তদন্তে সমস্ত রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। যাতে সত্য ঘটনা প্রকাশ্যে আসে। এদিন পুলিশকে বয়ান দিতে আসা রাজভবনের ৩কর্মী সংবাদ মাধ্যমের সামনে কোন মুখ খোলেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct