নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, আপনজন: শনিবার ২৫ শে মে ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে মেদিনীপুর লোকসভায়। তার আগে মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ মেদিনীপুরের রোড শো করতে আসেন মিঠুন চক্রবর্তী। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিতা পালের সমর্থনে মেদিনীপুর কালেক্টরেট থেকে কেরানিতোলা হয়ে কলেজ মাঠে গিয়ে শেষ হয় রোড শো। কেরানিতলা ঢোকার আগে হঠাৎই ১০-১২ জন তৃণমূল সমর্থক মিঠুন চক্রবর্তীর রোড শো এর দিকে লক্ষ্য করে জলের বোতল ইট পাটকেল ছোঁড়াছুড়ি করে। পরে বিজেপি কর্মীরাও তাড়া করে আসলে কিছুক্ষণ পর পিছু হটতে বাধ্য হয় বিক্ষোভকারীরা। পুলিশের চোখের সামনে ঘটনা ঘটলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ অভিযোগ বিজেপির। একে অপরের দিকে জলের বোতল ছোঁড়া চলতে থাকে দীর্ঘক্ষণ। পরে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মী সমর্থকদের তাড়া করে এলাকা ছাড়া করে। আবার কেরানীতলা থেকে শুরু হয় রোড শো। রাস্তার দুপাশে সাধারণ মানুষের যথেষ্টই। প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে মেদিনীপুর শহরে রোড শো করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। মেদিনীপুর শহরের মানুষ মহাগুরুকে সামনে পেয়ে কার্যত খুশি ও উচ্ছাসে মেতে উঠেন। মিঠুন চক্রবর্তী অভিনীত ডিজে গানে নাচ করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct